রিয়া গিরি : মাত্র ১৪ বছর বয়সেই দুই ভাইবোন মিলে মাসিক আয় করছেন ৩৫ হাজার ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৬ লক্ষ টাকা। ক্রিপ্টোকারেন্সি বিষয়টি অনেকের কাছেই অজানা বলে মনে হলেও মাত্র ১৪ বছর বয়সের ঈশান এবং নয় বছরের অনন্যার কাছে খুবই সহজ একটি জিনিস।
বিশ্ব ভ্রমণের সফর শুরু করলেন দক্ষিণের বিখ্যাত এই অভিনেতা
ভারতীয় বংশোদ্ভূত এই দুই ভাইবোন বর্তমানে ক্রিপ্টোকারেন্সি থেকেই মাসে আয় করছেন প্রায় ২৬ লক্ষ টাকা ।যেখানে অনেকেরই ক্রিপ্টোকারেন্সি নিয়ে বুঝে উঠতে পারছেন না সেখানে তাদের এই বিষয়টিকে পেশার মত করে নেওয়ার ঘটনা বেশ নতুন। এই প্রসঙ্গে ঈশান এবং অনোন্য বলে তারা আজ থেকে প্রায় ছয় মাস আগে বিটকয়েন ব্যাপারটি শুনেছিল তখন তাদের কাছে ব্যাপারটি পুরো অজানা ছিল। সেখানে এই বয়সে পেশায় পরিণত করেছে তারা।
রবিবার মন কি বাত-এর ৮১ তম পর্ব, জাতির উদ্দেশ্যে নয়া বার্তা প্রধানমন্ত্রীর
তাদের কথায় প্রথমে তারা নিজের কম্পিউটারকে ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগের উপযোগী করে তোলে। তারা জানায় প্রথমে প্রতি মাসে তারা আয় করে ৩ ডলার। পরে সেখান থেকে বর্তমানে ৩৫ ডলার আয় করছি। তারা এই টাকা নিজেদের উচ্চশিক্ষার কাজে ব্যয় করবে বলে চিন্তা ভাবনা করেছে।