বনগাঁয় স্বজনপোষণ ও ভ্যাকসিনের টোকেন বিক্রির অভিযোগ প্রধানের বিরুদ্ধে

Allegations-of-nepotism-and-sale-of-vaccine-tokens-are-against-the-chief


সায়ন ঘোষ, বনগাঁ : 'নেপোটিজম' অর্থাৎ স্বজনপোষণ। আমরা এখন সবাই মোটামুটি আবগত এই শব্দটির সাথে। কিন্তু এবার সেই স্বজনপোষণের অভিযোগ তুলে তৃণমূল প্রধানের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন স্থানীয় মানুষ থেকে শুরু করে বিজেপি কর্মীরা। যেখানে সাধারণ মানুষ করোনার থেকে বাঁচতে টিকা নেওয়ার লাইনে ভির করছেন। সেখানে আকাইপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান উজ্জ্বল পালের বিরুদ্ধে তাঁর কাছের মানুষদের ভ্যাকসিনের টোকেন বিলি ও বিক্রি করার অভিযোগ। 

অবৈধ সম্পর্ক বাঁচাতে স্বামীকে খুন, উধাও সন্তান

শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার আকাইপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আকাইপুর উচ্চবিদ্যালয়ের সামনে। স্থানীয় এবং পঞ্চায়েত সূত্রে খবর, প্রশাসনীক দিক থেকে মোট ১০০০ টি ভ্যাকসিন আকাইপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের জন্য ব্যবস্থা করা হয়েছিল। সেই কারণেই শুক্রবার রাত থেকে বিদ্যালয়ের সামনে ভির করে বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ভোর রাত থেকে দাঁড়িয়ে থেকেও মেলেনি টোকেন। পঞ্চায়েত প্রধান নিজেদের লোকদের আগে ভাগেই টোকেন দিয়ে দিয়েছে। সাথে বিক্রিও করেছে।

বিজেপি নেতা শম্ভু মজুমদারের দাবি, প্রধান তৃণমূল কর্মীদের মুখ দেখে টোকেন দিয়েছেন। এছাড়াও প্রধান ১০০-২০০ টাকার বিনিময়ে ভ্যাকসিন বিক্রি করেছেন।





Post a Comment

Previous Post Next Post