সার্বভৌম সমাচার : অসুস্থ হয়ে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি থাকা এক গৃহবধূর শ্লীলতাহানীর অভিযোগে উঠল হাসপাতালেরই এক চতুর্থ শ্রেণীর কর্মীর বিরুদ্ধে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁর গোপালনগর থানার পাল্লা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে৷ অভিযুক্ত স্বাস্থ্য কর্মীর নাম সঞ্জীব বিশ্বাস। বাড়ি গাইঘাটা থানার ভেন্না পাড়ায়। তিনি পাল্লা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চতুর্থ শ্রেণীর কর্মী।
অক্সিজেন প্লান্ট এর উদ্বোধন হলো বারাসাত হসপিটালে
গৃহবধূর পরিবার ঘটনাটির খবর পেয়ে অভিযুক্তকে স্বাস্থ্য কেন্দ্রে আটকে রেখে পুলিশের হাতে তুলে দেন। মঙ্গলবার রাতে গৃহবধূর স্বামী গোপাল নগর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন।