রিয়া গিরি : বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আলিয়া ভাট। পাত্র হল বলিউডের চকলেট বয় রনবীর কাপুর। দীর্ঘদিনের প্রেমের পর এবার বিয়ের সিদ্ধান্ত নিলেন তারা। এই জুটির বিয়ে নিয়ে কম উত্তেজনা ছিল না নেটিজেনদের মধ্যে। কিন্তু বহুবার বিয়ের গুঞ্জন উঠলেও বিয়ে পর্যন্ত পাকা কথা সারেনি তারা। সপ্তাহের শেষে নাকি রাজস্থানের যোধপুর এ বিয়ে করছেন আলিয়া এবং রণবীর কাপুর।
১০ হাজার টাকা পর্যন্ত কমলো সোনার দাম
তাদের একসাথে বিমানবন্দর থেকে বেরোনোর ছবিতে এই গুঞ্জন আরো স্পষ্ট করে দিল। সম্ভবত ২০১৮ থেকে ডেট শুরু করেছিলেন আলিয়া এবং রণবীর। সম্পর্কটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন ২০১৯ সালে এসে। কাপুর পরিবারের বিভিন্ন অনুষ্ঠানে ও আলিয়াকে দেখা যায়। অ্যাওয়ার্ড রিয়ালিটি শোর মঞ্চে রণবীরের প্রতি ভালোবাসা জাহির করেছিলেন আলিয়া ভাট।
টাটা স্টিল, ওএনজিসির অগ্রিম কর বৃদ্ধি পেয়েছে
এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে লারা ভুলবশত রণবীর-আলিয়ার বিয়ের তারিখ বলে ফেলেছিলেন।তারিখ নিয়ে কিছুটা সমস্যা হলেও চলতি বছরেই বিয়ে করছেন তারা এই কথাটা সম্পূর্ণ সত্য।