ফের মা হতে চলেছেন ঐশ্বর্য

Aishwarya-is-going-to-be-a-mother-again


রিয়া গিরি: সম্প্রতি ঐশ্বর্য রায়ের মা হওয়া নিয়ে নিজেদের মধ্যে তুমুল আলোচনা জমেছে। কয়েকদিন আগে ভাইরাল হওয়া একটি ভিডিওতে কালো পোশাক পরে ঐশ্বর্য সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। ভক্তদের দাবি তিনি দ্বিতীয়বারের মতো গর্ভবতী।বিষয়টি নিয়ে নেট পাড়ায় আলোচনা শুরু হলেও এখনো পর্যন্ত ঐশ্বর্য তরফ থেকে কোনো উত্তর মেলেনি।

সহবাস করে বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গ! অভিযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকের বিরুদ্ধে

মিস ওয়ার্ল্ড ঐশ্বর্য রায় একসময় বলিউডের পর্দাজুড়ে থাকলেও কিছু সময়ের জন্য তিনি বিরতি নিয়েছেন। সংসার এবং নিজের সন্তানকে নিয়ে তিনি ব্যস্ত রয়েছেন। সম্প্রতি তাকে মুম্বাইয়ের বেসরকারি বিমান বন্দরে মেয়ে আরাধ্যা বচ্চন এর সঙ্গে দেখা গেছে যেখানে তাকে দেখে অনেকেই মনে করেছেন তিনি গর্ভবতী।

বিশ্বভারতীর নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ উপাচার্য

একদিকে বলিউডের অনেক সেলিব্রিটি মহামারী মধ্যে পিতৃত্ব মাতৃত্বের স্বাদ গ্রহন করছেন। যাদের মধ্যে রয়েছেন বিরাট-অনুষ্কা, সেফ করিনা । তাই অনেকেই মনে করেছেন দ্বিতীয়বার গর্ভবতী হতে চলেছেন ঐশ্বর্য। যদিও এখনো পর্যন্ত বচ্চন পরিবারের তরফ থেকে কোনরকম উত্তর মেলেনি।

Post a Comment

Previous Post Next Post