রিয়া গিরি : এবার আকাশ পথে চলাচল করতে পারে ট্যাক্সি। NASA র পরীক্ষা সফল হলে শহরাঞ্চলে আকাশপথে বিদ্যুৎচালিত এয়ার ট্যাক্সি চালানোর পরিকল্পনা নেওয়া হবে।
দুই স্কুল পড়ুয়ার ব্যাংকে জমা হলো কয়েকশোকোটি টাকা
ইতিমধ্যেই নাসার তরফ থেকে এই পরীক্ষা শুরু হয়ে গেছে। আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত নাসার এই পরীক্ষা চলবে ।এরপরই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন নাসার তরফ থেকে। এই পরীক্ষাটি এবং প্রকল্পটির নাম দিয়েছে testing electric vertical takeoff and landing সংক্ষেপে বলা যেতে পারে eVTOL ।
আফগানিস্তানে পুষ্টিহীনতায় মৃত্যু হতে পারে ১০ লক্ষ শিশুর; আগাম সর্তকতা ইউনিসেফের
সূত্রের খবর বিকল্প পরিবহন ব্যবস্থা চালু করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সড়কপথে অতিরিক্ত যানজট কাটাতে আকাশপথে ট্যাক্সি চালু করতে চলেছেন নাসা। এই ট্যাক্সিতে করে মানুষ মালপত্র ও মানুষ দুই ই বহন করতে পারবে।আগামী শুক্রবার ক্যালিফোর্নিয়ার কাছে ইলেকট্রিক ফ্লাইট বেস বিগ সুর এর সূচনা টেস্ট ডে ধার্য হয়েছে।পরীক্ষা করে দেখা হচ্ছে আকাশে কতটা এয়ারস্পেস পাওয়া যাবে এবং ট্যাক্সি লোকেশন কোথায় কিভাবে ধরা যেতে পারে।