অন্তর্বাস পরে ট্রেনের মধ্যে ঘোরাফেরায় বিতর্কের মুখে জড়িয়ে পড়লেন বিহারের বিধায়ক

 

After-the-underwear-the-Bihar-MLA-got-involved-in-the-controversy-while-wandering-in-the-train

 রিয়া গিরি : সংবাদ শিরোনামে সব সময় নিজের আচরণের জন্য প্রায়  দেখা যায় বিহারের বিধায়ক গোপাল মন্ডলকে । বিহারের জনতা দল ইউনাইটেডের বিধায়ক গোপাল মন্ডলপাটনা থেকে দিল্লি যাওয়ার সময় ট্রেনের যাত্রীদের মধ্যে নিজের আচরণের জন্য বিতরকের মুখে জড়িয়ে পড়েন । শুধুমাত্র কথোপকথনের মধ্যে নয় হাতাহাতিতে ও নেমে অসেন  ওই বিধায়ক। তার নামে দায়ের করা হয়েছে এফ ফায়ার।

মহানায়ককে নিয়েই নতুন ছবি 'অতি উত্তম'! পোস্টার শেয়ার করলেন সৃজিত

   সূত্রের খবর, পাটনা থেকে দিল্লি যাওয়ার সময় তেজস ট্রেনে গোপাল মন্ডল কে নিজের অন্ত বাসের মধ্যে ঘোরাঘুরি করতে দেখা যায়।কয়েকজন যাত্রীরা তার এই আচরণের প্রতিবাদ করতে গেলে সহযাত্রীদের সঙ্গেই বচসায় জড়িয়ে পড়েন তিনি এবং উল্টে তাদেরই হুমকি দিয়ে বসেন তিনি। শুধুমাত্র বচসায় নয় তিনি হাতাহাতি এবং গালিগালাজ করেন। তার বিরুদ্ধে এক ব্যক্তি পুলিশ থানায় ডায়েরি করেন। এই বিষয়টিতে তার কোনো উত্তর পাওয়া যায়নি।

গণপতি বন্দনায় মাতছে মিশ্র ভাষাভাষীর কাঁকিনাড়া

ট্রেনের আরেকজন যাত্রী প্রহ্লাদ পাসওয়ান তার আচরণ এর বিরোধিতা করতে গেলে প্রহ্লাদ এর মা বোনের উপর নিজের রাগ দেখাতে থাকেন গোপাল মন্ডল এবং গালিগালাজ করেন।তিনি আরপিএফ এর কাছে অভিযোগ জানালে বিধায়ক তাকে গুলি করার হুমকি ও দেন ।গোপাল মন্ডল এর সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার থেকে কোনো উত্তর মেলেনি।যদি ও গোপাল মন্ডল এর একজন বন্ধু জানিয়েছেন তিনি ডায়াবেটিসের রোগী নিজের অতিরিক্ত ওজনের জন্য তিনি বাথরুমে যাওয়ার সময় পুরো পোশাক পরে যেতে পারেননি। তাই নিজের অন্তর্বাস পরেই বাথরুমে যাচ্ছিলেন। আর তাতেই বছর শুরু হয় অন্যান্য যাত্রীদের সাথে।

Post a Comment

Previous Post Next Post