মেয়েদের স্কুলে যেতে বাধা দেওয়ায় ক্লাস বয়কট করল আফগান ছেলেরা

 

Afghan-boys-boycotted-classes-for-preventing-girls-from-going-to-school

রিয়া গিরি : কাবুল দখলের পর থেকে তালেবানদের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছে আফগান বাসী। তালিবান সরকার গঠনের সাথে শুরু হয়েছে আফগানিস্তানের নিয়মকানুনের  পরিবর্তন। সম্ভবত মেয়েদের অধিকার নিয়ে পথে নেমেছিল আফগান মহিলারা। কিন্তু এবার মেয়েদের স্কুলে যেতে বাধা দেওয়ায় ক্লাস বয়কট করল ছেলেরা। রবিবার ঠিক এই চিত্রই দেখা গেল আফগানিস্তানের বিদ্যালয়গুলির সামনে।

অতি ভারী বৃষ্টিতে জলমগ্ন জেলা; শুরু হয়েছে আলু মুড়ি আকাল

তালিবানরা পড়াশোনা থেকে শুরু করে অফিস পর্যন্ত বাধানিষেধের মধ্যে রেখেছে মহিলাদের। এবার তার বিরুদ্ধে সরব হয়েছে আফগানিস্থনের স্কুলের ছাত্রছাত্রীরা।মেয়েদের অধিকার থেকে বঞ্চিত করা চলবে না বলেই তারা প্রতিবাদ জানিয়েছে। দ্বাদশ শ্রেণির এক আফগান পড়ুয়া রুহুল্লাহ প্রতিবাদ মিছিল এর মূল মুখ। সে বলে তালিবানের কঠোরতা তিনি মেনে নিতে পারছেন না। তাই আফগানিস্তানের তরুণেরাও স্কুল যাওয়া বন্ধ করতে চলেছে।সমাজের অধিকারের অর্ধেক দায়িত্ব মহিলাদের দেওয়ার জন্য তারা লড়ে চলেছে।

জলমগ্ন দক্ষিণ-পূর্ব রেলপথ, আগামী কালও অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে

এর আগে তালিবানরা মেয়েদের উচ্চশিক্ষায় কোনভাবে ছেলে ও মেয়েদের এক ক্লাসে ক্লাস করতে দেবে না বলে পর্দা দিয়ে আলাদা করার ব্যবস্থা করেছিল। এবার কাবুলের একটি বেসরকারি স্কুলের শিক্ষকের প্রস্তাব ছেলেরা না থাকলে কিংবা অন্য সময়ে ক্লাস নেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। তালিবানরা মেয়েদের শিক্ষার জন্য পুরুষ শিক্ষক নিয়োগ করা চলবে না বলে জানিয়ে দিয়েছে।রাষ্ট্র সংঘের তরফ থেকে মেয়েদের শিক্ষা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।তাই শনিবার আফগানিস্তানের শিশুকন্যাদের স্কুলে ফিরতে নারী অধিকারের দাবিতে নারী কল্যাণ মন্ত্রকের বাইরে বিক্ষোভ করে আফগানিস্থানের মহিলারা।

Post a Comment

Previous Post Next Post