রিয়া গিরি : স্টিফানি টেলর নামের এক মহিলা জন্ম দিলেন এক ফুটফুটে ই বেবির। কোন সম্পর্কে না গিয়েই এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। নাম রেখেছেন ইডেন। ইডেনের জন্ম কাহিনী শুনে তার পরিচিতরা তার নাম দিয়েছে ই বেবি।
বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে মৃত্যু হল ১০ বছরের শিশু
অনলাইন লেনদেনের যুগে স্টিফনির কাহিনী শুনে অনেকেই অবাক হবেন। স্টিফানি নামের বছর ৩৩ এর ওই মহিলা কোন সম্পর্কে না থেকে গর্ভধারণ করতে চেয়েছিলেন। তিনি ইউটিউব দেখে শুক্রাণু গর্ভে প্রবেশ করানোর পদ্ধতি শিখে জন্ম দিলেন এক ফুটফুটে কন্যার।
বনগাঁর ব্যবসায়ীর অপহরণে গ্রেফতার হল সিভিক ভলেন্টিয়ার
অনলাইন থেকে তিনি প্রজনন প্রক্রিয়ার দরকারি জিনিস গুলো কেনেন এবং পরে অনলাইন দেখেই তিনি সবকিছুই শিখে নেন। কিন্তু স্টেফানি সঠিক শুক্রাণু না পাওয়ায় একটু সমস্যার মধ্যে পড়েন। পরে অবশ্য একটি অনলাইন অ্যাপ থেকে শুক্রাণু দিতে ইচ্ছুক এক ব্যক্তির পরিবার থেকে শুক্রাণু কেনেন।
"হারানো পৃথিবী" থিম নিয়ে ধুপগুড়ির দুর্গোৎসব
স্টেফানি জানিয়েছেন প্রথমে এ ব্যাপারে তার বাড়ির সদস্যরা রাজি না হলেও ইডেনের জন্মের পর তারা সবাই খুশি। সম্পূর্ণ নিজের চেষ্টায় তিনি সন্তানের জন্ম দিতে পেরে গর্ববোধ করছেন।ই বেবির জন্মদানে ইচ্ছুক মহিলারা স্টেফানির সঙ্গে যোগাযোগ শুরু করছেন।