সার্বভৌম সমাচার : ট্রাক ও স্কুটির রেষারেষিতে প্রাণ হারালো এক মহিলা। ঘটনাটি উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানা এলাকায় ঘটেছে। গাইঘাটা বাজার সংলগ্ন পেট্রোল পাম্প এর সামনে বুধবার সকালে হঠাৎ একটি ৪০৭ ট্রাক ওভারটেক করার সময়, একটি ইস্কুটি গাড়িতে ধাক্কা মারে। স্কুটিতে থাকা প্রসেনজিৎ সরকার ও তাঁর স্ত্রী ছন্দা সরকার পড়ে যান রাস্তায়। ট্রাকের চাকার তলে চলে আসে স্কুটিতে থাকা ওই মহিলা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
বনগাঁয় হাসপাতালের মাধ্যেই ভর্তি থাকা গৃহবধূকে শ্লীলতাহানীর অভিযোগ
পুলিশ সূত্রে জানা গেছে, গাইঘাটা থানার কুলঝুটি এলাকার বাসিন্দা ছন্দা সরকার নামে ওই মহিলা গাইঘাটা দিকে একটি স্কুটি করে স্বামীর সাথে যাচ্ছিলেন। সেই সময় এই দুর্ঘটনা ঘটে। সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছায় গাইঘাটা থানার পুলিশ। মৃতার দেহ হাবরা হাসপাতালে নিয়ে আসার পর ময়না তদন্তে পাঠানো হয় এদিন।