এক টুকরো বুর্জখালিফা এবার কলকাতা শহরের বুকে, দেখে নিন কোন মন্ডপে তৈরি হচ্ছে ১২০ ফুটের অট্টালিকা

A-piece-of-Burj-Khalifa-in-the-heart-of-Kolkata-city-see-which-mandapa-is-being-built-120-feet-building


ঈশিতা সাহা: পুজোর সময় একবার না হয় ঘুরেই আসুন বুর্জ খালিফা। টিকিট কেটে দুবাই গিয়ে নয়, পায়ে হেঁটে কলকাতার মন্ডপে। হ্যাঁ, এবারে পুজোর থিম অনুযায়ী কলকাতার বুকে একটু একটু করে বাঁশ গেড়েছে সেই গগনচুম্বী অট্টালিকার। কলকাতা শহরে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের অন্যতম ক্রাউডপুলারে দুর্গাপুজার মন্ডপ তৈরি হচ্ছে পৃথিবীর উচ্চতম নির্মাণ বুর্জ খালিফার নিরিখে।ইতিমধ্যে মন্ডপের অনেকাংশ প্রায় তৈরি। ৩ অক্টোবর থেকেই অনুমতি মিলবে দর্শনার্থীদের। গতবছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর থিম ছিল কেদারনাথের মন্দির।

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক দিব্যেন্দু কিশোর গোস্বামী মণ্ডপে থিম নিয়ে বলেন,'কাজ প্রায় শেষের পথে। বিশেষ ধরনের আলো ব্যবস্থা করা হবে। যাতে আলদা ইফেক্ট থাকে তার। চন্দননগরের শিল্পীদের হাতেই ফুটে উঠবে মন্ডপের আলোকসজ্জা। 

কলকাতার দুর্গা পুজোতে যারা 'প্যান্ডেল হপিং'- বের হন তাদের সকলেরই প্রিয় শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এবারে বুর্জ খালিফার আদলে যে মণ্ডপ তৈরি হচ্ছে তার উচ্চতা প্রায় ১২০ ফুট। তবে সবকিছুর পরেও দর্শনার্থীদের করোণা বিধিনিষেধ মেনে চলার নির্দেশ দিয়েছে ক্লাবের সাধারণ সম্পাদক।

Post a Comment

Previous Post Next Post