রিয়া গিরি : বন্ধ হতে পারে মিড ডে মিলের বেশ কয়েকটি খাদ্য পরিষেবা। ছাত্রদের স্কুলে আসার জন্য সরকারিভাবে মিড ডে মিলের সিদ্ধান্ত নিয়েছিল সরকার। সামান্য হলেও প্রত্যেক পড়ুয়াদের খাদ্য সামগ্রী তুলে পুষ্টি প্রদানের একটি মাধ্যম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে। সরকারি স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য এই ব্যবস্থা এতদিন পর্যন্ত সফলভাবে চললেও করোনা আভয়ে তা বন্ধ হতে চলেছে।
অনলাইন ক্লাস এর জন্য পড়ুয়াদের কাছে ঠিকমত খাদ্য সামগ্রী তুলে দিতে পারছেন না স্কুলের কর্তৃপক্ষরা।সরকারি স্কুলগুলোতে গত জুন মাসে সরকারি বিজ্ঞপ্তি এসেছিল যেখানে প্রত্যেক পড়ুয়াকে একটি নির্দিষ্ট খাদ্য সামগ্রীর তালিকা দেওয়া হয়। যা অনুযায়ী প্রত্যেক পড়ুয়ার হাতে চাল , আলু,ডাল এবং সোয়াবিন তুলে দেওয়ার নির্দেশ দেয়া হয়েছিল। কিন্তু গত ২ মাসে সোয়াবিন দেওয়া বন্ধ হয়ে যায়।মিড ডে মিলের খরচ রাজ্যকে যৌথভাবে বহন করতে হবে বলে জানিয়েছে কেন্দ্র।
পর পর দুইদিন বজ্রপাত সহ ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ
করোনা প্রকোপে স্কুল গুলি বন্ধ থাকায় খাবারের মেনু থেকে বাদ গেল সোয়াবিন। এর আগেই বাদ পড়েছিল ডিম এবার খাদ্য তালিকা থেকে পুষ্টিকর খাদ্য বস্তুগুলি বাদ পড়ে যাওয়ায় চিন্তায় রয়েছে শিশুস্বাস্থ্য কল্যাণ দপ্তর।