ঈশিতা সাহা: একটি শরীর দিয়ে তিনজনের পুনরুজ্জীবন! অঙ্গদানে সাফল্য নজর কেড়েছে শহরবাসীর।
পরিপক্ক সুস্থ হৃদযন্ত্রের অপেক্ষায় ছিলেন নোয়াপাড়ার যুবক।কিডনির সমস্যায় জড়িয়ে ছিলেন পার্ক স্ট্রিটের এক তরুণী। খারাপ কিডনি নিয়ে ভুগছিলেন টালিগঞ্জ রিজেন্ট পার্ক এর গৃহবধূ। তিনজনকেই সুস্থ জীবন দিয়ে গেলেন বর্ধমানের বাসিন্দার নব।
১০ হাজার টাকা পর্যন্ত কমলো সোনার দাম
গত ১৬ ডিসেম্বর ডাম্পারের ধাক্কায় দুর্ঘটনায় মাথায় চোট পেয়ে গুরুতর জখম হয় নব কিশকু(৪১)। তৎক্ষণাৎ এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে সাত দিন ধরে ট্রমা কেয়ারে থাকার পর চিকিৎসকরা নবর ব্রেন ডেথের কথা জানান। নবর পরিবারের স্ত্রী ও ছোট ছেলে রয়েছে।
টাটা স্টিল, ওএনজিসির অগ্রিম কর বৃদ্ধি পেয়েছে
এরপরই পরিবারের লোক এগিয়ে আসেন অঙ্গ দানের সিদ্ধান্ত। কিডনি পান দুই মহিলা। ও হৃদযন্ত্র দিয়ে প্রাণ ফিরে পান নোয়াপাড়া যুবক। নব কিশকুর পরিবারের কাছে ঋণী এরা প্রত্যেকেই। হৃদযন্ত্র প্রাপকের স্ত্রী জানান,"প্রায় এক বছর হয়ে গেল আসছি এখানে। ডাক্তারবাবুরা বলেছিলেন পয়সা দিতেপারবেন না? আমরা বলেছিলাম না। গরীব মানুষ আমরা। যে পরিবার এগিয়ে এলো, তাদের আশীর্বাদ করি ভালো হোক ওদের। আমার স্বামীও যেন সুস্থ হয়ে উঠে।"
সকলেই নবর পরিবারের এ সিদ্ধান্তে আপ্লুত হয়ে ধন্যবাদ ও আশীর্বাদ জানিয়েছেন। এক কিডনি প্রাপকের স্বামী বলেন, "উনার পরিবারের লোকের কাছে আমরা চির ঋণী।"