গাইঘাটায় সাপের কামড়ে মৃত্যু হল ২৪ বছর যুবকের

A-24-year-old-man-died-after-being-bitten-by-a-snake-in-gaighata


রিয়া গিরি : সাপের কামড়ে মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম গোবিন্দ মন্ডল। পরিবারের  লোকেরা জানায় সোমবার রাত দুটো নাগাদ তার কানে সাপে কামড় দিয়েছিল এবং তাতেই তার মৃত্যু হয়েছে।

GATE 2022 স্কোরের মাধ্যমে স্নাতক ইঞ্জিনিয়ার নিয়োগ করবে পাঁচটি PSU

গাইঘাটা থানার নাইগাছি এলাকায় বছর ২৪ এর গোবিন্দ মন্ডল এর প্রাণ গেল সাপের কামড়ে। পরিবারের লোকেরা সাপের কামড়ের পরের দিন সকালে চিকিৎসকের কাছে নিয়ে যাবে বলে সিদ্ধান্ত নেয়। কিন্তু দুঘন্টা বাদে যুবকের শরীরের অবস্থার অবনতি হওয়ায় তাকে স্থানীয় হাসপাতালে আনা হয়।স্থানীয় হাসপাতালে আনার পর তার শরীরের কোনো উন্নতি না হওয়ায় বারাসাত জেলা হাসপাতালে তাকে রেফার করা হয়। বারাসত হাসপাতালে যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।

"হারানো পৃথিবী" থিম নিয়ে ধুপগুড়ির দুর্গোৎসব

পরিবার সূত্রের খবর পেশায় দিনমজুর ওই ব্যক্তি কাল রাতে সাপের কামড়ে কোন ভ্রুক্ষেপ না দেওয়ায় চিকিৎসকের কাছে যায়নি। পরদিন সকালে শরীরের অবনতি হওয়ায় ওই ব্যক্তি হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নেন। মাত্র ২৪ বছর বয়সে সর্পাঘাতে মৃত্যুতে শোকাহত ওই যুবকের পরিবার।

Post a Comment

Previous Post Next Post