ঈশিতা সাহা : আস্ত হরিণ গিলে খেয়ে টলোমলো অবস্থা। তারপরই মৃত্যু হল অজগরের। সোমবার জলদাপাড়া জাতীয় উদ্যানের খয়েরবাড়ি বনাঞ্চল সংলগ্ন এলাকায় প্রথম শ্রমিকরা ঝোপঝাড় পরিষ্কার করতে গিয়ে দৃশ্যটি প্রথম চোখে আসে।
সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে উত্তর খয়েরবাড়ি বনবস্তি এলাকায় ১৫ ফুটেরও বেশি লম্বা একটি অজগর আস্ত হরিণ গিলে খেতে গিয়ে বিপাকে পড়ে। হরিণ গেলার পর পেট ফুলে এতটাই অস্বস্তিতে পড়ে যে অজগরটির নড়াচড়ার ক্ষমতা থাকেনা। অবশেষে সোমবার সকালে সেটি মারা যায়। খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে যান। প্রাথমিকভাবে মৃত অজগরটিকে ময়না তদন্তে পাঠানো হয়েছিল। তদন্তের পর অজগরটির দেহ পুড়িয়ে ফেলা হয়।
অবশ্য এর আগেও জলদাপাড়ায় এরকম ঘটনা উঠে এসেছিল। প্রাথমিকভাবে সোমবারের ঘটনাটিতে হরিণ গিলেই অজগরের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই বিশাল অজগরটি বড় মাপের কোনো হরিণ খেয়েই মরণাপন্ন অবস্থা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণটি স্পষ্ট হবে বলে জানিয়েছেন মাদারিহাটের রেঞ্জার।