বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে মৃত্যু হল ১০ বছরের শিশু

 

A-10-year-old-child-died-when-a-bomb-exploded-while-playing-ball

রিয়া গিরি : নন্দীগ্রামের কালীচরণ পুর এলাকায় বোমা বিস্ফোরণে প্রাণ হারালো চতুর্থ শ্রেণীর এক ছাত্রী। সম্ভবত বোমাকে বল ভেবে খেলতে গিয়ে মৃত্যু হয় ওই ছাত্রীর। জখম হয়েছে ২ জন শিশু। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ৩ জন শিশুকে  কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পথেই জাহিরুন খাতুন নামে ১০ বছরের ওই স্কুলছাত্রীকে মৃত বলে ঘোষণা করে তমলুক হাসপাতালের চিকিৎসকেরা।

বনগাঁর ব্যবসায়ীর অপহরণে গ্রেফতার হল সিভিক ভলেন্টিয়ার

সূত্রের খবর, জাদুবাড়িচক   গ্রামে জাকির শাহ নামে এক ব্যক্তির বাড়িতে কেউ থাকেন না। সেই বাড়িতেই সকাল ১১ টা নাগাদ খেলতে ঢোক জাহিরুন খাতুন, ৬ বছরের রাহেন শা এবং পাঁচ বছরের সলমন শা।সেখানেই রান্নাঘরে জ্বালানির মধ্যে একটি বোমাকে বল ভেবে হাতে তুলে নেয় জাহিরন।

গাইঘাটার সাপের কামড়ে মৃত্যু হল ২৪ বছর যুবকের

আচমকাই তার হাতের থেকে বোমাটি পড়ে যায় এবং ছাত্রীসহ দুইজন গুরুতর জখম হয়। তাদের তিনজনকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে কলকাতায় রেফার করে। কলকাতা নিয়ে যাওয়ার পথে ছাত্রীর শারীরিক অবস্থার অবনতি দেখে তমলুক জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ছাত্রীকে মৃত ঘোষণা করে।

ভ্যাকসিনের সূচ ভেঙ্গে থেকে গেল হাতের মধ্যেই

ইতিমধ্যে পুলিশের তরফ থেকে ঘটনাটির তদন্ত শুরু করা হয়েছে। ফরেনসিক টিমকে নমুনা সংগ্রহের জন্য পাঠানো হয়েছে। পুলিশ সুপার অমরনাথ কে বলেন কি করে ওই জায়গায় বোমা এলো সেটা তদন্ত শুরু হয়ে গেছে। হলদিয়ার এসডিপি বরুণ বৈদ্য ঘটনাস্থলে যান এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

Post a Comment

Previous Post Next Post