পুজোর ভিআইপি পাস পেতে এবার চাই করোনার ভ্যাকসিন




অম্লিতা দাস: লম্বা জটিল লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে চলত মায়ের দর্শন পাওয়ার অপেক্ষা। আর এমন সময় ভিআইপি পাস নিয়ে ভিড় এড়িয়ে মায়ের দর্শন নিতেন বেশ কিছু মানুষ। পুজোর এই বৈষম্য নিয়ে অনেকেরই মনে দ্বন্দ , আর তাই আগের বছরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ম তুলে নেওয়ার নির্দেশ দেন। তবে এই বছর পুজো কমিটিগুলো এই ব্যবস্থাকেই হাতিয়ার করার ইচ্ছায় আছেন। অর্থাৎ মায়ের দর্শনে এবার চাই ভ্যাকসিনের ডোজ।

                টালার বারোয়ারি পুজো হোক বা কাশিবোস লেন সবাই প্রায় একই মত পোষণ করেছেন। এইবার মণ্ডপে ঢোকার ভিআইপি পাস পাওয়া যাবে ভ্যাকসিনের দুটি প্রতিষেধকের শংসাপত্র দেখিয়ে। টালা বারোয়ারিতলার এমন উদ্যোগের পাশাপাশি দক্ষিণ কলকাতার সমাজসেবী সংঘ জানায় দুটি প্রতিষেধক নেওয়া ভিআইপিদের জন্য এবার পুজোয় থাকছে আলাদা লাইন। তাঁরা মণ্ডপের ভেতর পর্যন্ত বেশ খানিকটা ঢুকে মায়ের দর্শন পাবেন। যেখানে বাকিদের দূর থেকেই দর্শন নিতে হবে। কাশি বোস লেনের মতোই বেশ কিছু পুজো কমিটি এই প্রস্তাবে এগিয়ে চলেন। মানুষকে প্রতিষেধক নেওয়ার বার্তা দেওয়ার উদ্যোগ নেন।  আগের বছরের যখন ভিআইপি কার্ড নিয়ে মুখ্যমন্ত্রী বিরোধিতা করেন তখনই বেশ কিছু প্রশ্ন উঠে আসে। ভিআইপি কার্ড ছাড়া বাইরের দেশের মানুষ কিভাবে ঠাকুর দেখবে বা পুজো কমিটির পরিচিত মানুষদেরও বা কি হবে ইত্যাদি ইত্যাদি। তাই গত বছর ভিআইপি কার্ডের নাম বদলে আমন্ত্রিত সদস্য নামে কার্ড দেওয়া হয়।

          প্রতিষেধক নেওয়ার উদ্যোগে ভিআইপি পাস দেওয়ার কথা বেশ কিছু পুজো কমিটি বললেও অনেকেই এই উদ্যোগ নিতে ইচ্ছুক নন। বালিগঞ্জ কালচারাল পুজো কমিটি  সাথে সাথে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব জানিয়েছেন, পুজোর সময় অত শংসাপত্র দেখে বিবেচনা করা সম্ভব নয়।

Post a Comment

Previous Post Next Post