অম্লিতা দাস: একের পর এক দুর্যোগ এসে চলেছে বঙ্গে। টানা নিম্নচাপের সাথেই এবার নয়া ঘূর্ণবাতের সম্ভাবনা। বঙ্গোপসাগরে ইতিমধ্যে ঘনীভূত হয়েছে সেই ঘূর্ণবাত। এর ফলেই মঙ্গলবার ও বুধবার থেকে বজ্রপাতসহ প্রবল বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলির আবহাওয়ার অতিরিক্ত পরিমানে খারাপ হবে। কলকাতা সহ বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার বেগে হাওয়া হওয়ার সাথেই উপকূলবর্তী দুই জেলায় ঘন্টায় ষাট কিলোমিটার বেগে হাওয়া চলবে।
টাটা স্টিল, ওএনজিসির অগ্রিম কর বৃদ্ধি পেয়েছে
সোমবার ঘূর্ণবাতের অবস্থান মায়ানমারে। আবহাওয়াবিদরা জানান, ক্রমশ তা পশ্চিমবঙ্গের উপকূলের দিকেই এগোতে থাকবে। ফলে দক্ষিণবঙ্গের জেলা মূলত পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বাদ পড়ছেন কলকাতা। কলকাতা সহ হাওড়া, হুগলি উত্তর ২৪ পরগনা প্রমুখ জেলায় অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা জানালেন আবহাওয়া দপ্তর। একই পরিস্থিতিতে বুধবারও ভারী বৃষ্টি চলবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাগুলোতে। দক্ষিণবঙ্গের জেলাগুলি পর পর দুইদিনই ভাসবে জলে।
দুস্থদের জন্য বিনামূল্যের বস্ত্র বাজারের উদ্বোধন হলো বুনিয়াদপুরে
টানা বৃষ্টিপাতের দরুন এখনও বেশ কিছু অঞ্চলই জলমগ্ন দক্ষিণবঙ্গে। জল জমা অঞ্চলগুলি বিপদমুখী হয়ে উঠতে চলেছে। নিচু এলাকার বাসিন্দাদের সতর্কতা জানানোর সাথে সাথে এখন মাছ ধরতে যাওয়াতেও নিষেধাজ্ঞা জানিয়েছেন আবহাওয়া দপ্তর।