অম্লিতা দাস: টেট পরীক্ষার প্রশ্নে বিভ্রান্তি। আর তাই আদালত অবমাননার আইন অনুসারে পশ্চিমবঙ্গের প্রাথমিক বোর্ড সভাপতিকে জরিমানা করলেন হাইকোর্ট। হাইকোর্ট, সভাপতি মানিক ভট্টাচার্যকে জানিয়েছেন যে তাঁকে উনিশ জন মামলাকারীকে ২০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। সাথেই মামলাকারীদের দিতে হবে প্রাপ্ত নম্বর এবং পাশ করা ব্যক্তিদের দিতে হবে টেট সার্টিফিকেট ও পরে ইন্টারভিউ। আগামী সাতদিনের মধ্যে তাঁদের নিয়োগের ব্যবস্থা নিতেও বলেছেন বিচারপতি।
২০১৪ সালে টেট পরীক্ষার প্রশ্নে ছয়টি প্রশ্ন নিয়ে চলেছিল বিভ্রান্তি। তাই সেই প্রশ্নগুলো অ্যাটেন্ড করলেই নম্বর পাওয়া যাবে বলে জানানো হয়েছিল। কিন্তু এসব বলা হলেও আদেও তা মানা হয়নি। তাই এর বিরুদ্ধেই অভিযোগ করেন বেশ কিছু মানুষ। শুক্রবার হাইকোর্টে এই মামলার শুনানি ছিল। বিচারপতি অরিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে মামলাটি ওঠে। এই দিনেই জানানো হয়, মামলাকারীদের সাথে কথামত কাজ না করায় তাদের একপ্রকার হেনস্থাই করেছেন সভাপতি।