৬০% নম্বরেই এবার মিলবে স্কলারশিপ

Scholarship-will-be-matched-at-60-marks-this-time


অম্লিতা দাস: পড়ুয়াদের পড়াশোনার জন্যই দেওয়া হয় স্কলারশিপ। স্কলারশিপের ওপর ভিত্তি করেই পরবর্তী ক্লাসে পড়ুয়ারা তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে। অতিমারীর এই সময় মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সহ একাধিক পরীক্ষা বাতিল করা হয়। ছাত্ৰ-ছাত্রীদের আগের পরীক্ষার ওপর ভিত্তি করেই মার্কশিট দেওয়া হয়। সেই মার্কশিট অনুযায়ী এবারে সব পরীক্ষাতেই পাশের হার প্রায় ১০০%। 


'নতুন ভোর আসুক তোমাদের জীবনে' এই বক্তব্যের সাথেই কৃতী ছাত্র-ছাত্রীদের ভার্চুয়ালি সংবর্ধনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে ৯০% এর ওপর নম্বর পেয়েছে অনেক পড়ুয়াই। ১৭০০জন পড়ুয়াদের এই সংবর্ধনা অনুষ্ঠানে ডাকা হয়েছিল আর সকলকেই ল্যাপটপ উপহার দেন মুখ্যমন্ত্রী।

উক্ত দিনেই সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, এবার থেকে আর ৭৫% নম্বরে নয় বরং ৬০% নম্বরেই মিলবে স্কলারশিপ। তাঁর এই ঘোষণায় উচ্ছসিত বেশ কিছু পড়ুয়া। পড়ুয়াদের সঙ্গে ভিডিও কনফারেন্সে দেখা করেই এই ঘোষণা তাঁর। ছাত্র-ছাত্রীরা যাতে আরো ভালোভাবে পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে পারে।


পড়ুয়াদের জন্য সম্প্রতি একটি পোর্টাল তৈরি করা হয়েছে। পোর্টালটির নাম 'কেরিয়ার গাইড'। মুখ্যমন্ত্রী ল্যাপটপ ও কম্পিউটারে এই বিষয় খোঁজ নিতে বলেন পড়ুয়াদের। পড়াশোনার বিশেষ সুযোগ-সুবিধা,বিভিন্ন প্রকল্প, পরামর্শ দেওয়া ওই পোর্টালে।

Post a Comment

Previous Post Next Post