অপসারিত দিলীপ ঘোষ, রাজ্যের বিজেপির নয়া সভাপতি সুকান্ত মজুমদার

Removed-Dilip-Ghosh-new-state-president-Sukant-Majumder

অম্লিতা দাস : একের পর এক দলত্যাগের খবর। আর তার সাথেই এবার বদল ঘটল রাজ্য সভাপতি পদেও। বিজেপির রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল দিলীপ ঘোষকে। এইবার সেই পদে বসলেন সুকান্ত মজুমদার। রাজ্যের নয়া সভাপতি এবার সুকান্ত মজুমদার।

অতি ভারী বৃষ্টিতে জলমগ্ন জেলা; শুরু হয়েছে আলু মুড়ি আকাল

সোমবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা এই বদলের কথা ঘোষণা করলেন। বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারকে দিলীপ ঘোষের পরিবর্তে রাজ্য সভাপতি বলে ঘোষণা করলেন। 

মেয়েদের স্কুলে যেতে বাধা দেওয়ায় ক্লাস বয়কট করল আফগান ছেলেরা

২০২৩ সালের জানুয়ারি মাসেই দিলীপ ঘোষের রাজ্য সভাপতির পদের মেয়াদ ফুরানোর কথা ছিল। তাঁর পরিবর্তে কে সেই পদ আরোহন করবেন তা নিয়েও চলছিল জল্পনা। আর এরই মধ্যে হঠাৎ করেই সভাপতি বদলে দিলেন বিজেপি। সম্প্রতি বিভিন্ন কারণে দিলীপ ঘোষ ক্ষোভের কারণ হয়ে উঠেছে তাঁর দলের পক্ষে। ২০২১ এর বিধানসভা ভোটে ২০০টি আসনের আশ্বাস দিলেও সেখানে মাত্র ৭৭টি আসনই পাওয়া সম্ভব হয়েছিল। অনেক বিজেপি নেতার তাঁর বিরুদ্ধে অভিযোগও আছে। অনেকে মনে করেন তাঁর ব্যবহারেই পর পর একাধিক সদস্য অন্য দলে যুক্ত হয়েছেন।

স্বামীকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার স্ত্রী ও শাশুড়ি

জানা যাচ্ছে এই প্রথম উত্তরবঙ্গ থেকে কেউ রাজ্য সভাপতি পদে নিযুক্ত হলেন। এর আগে রাজ্য সভাপতি ছিলেন তপন শিকদার তিনি যদিও উত্তরবঙ্গেরই বাসিন্দা তবে তিনি থাকতেন কলকাতায়। সেই অনুযায়ী উত্তরবঙ্গ থেকে রাজ্য সভাপতি পদে প্রথমবার কাউকে নিযুক্ত করা হল।

Post a Comment

Previous Post Next Post