অম্লিতা দাস: পুরোনো ব্যস্ততা ফিরছে আবার। পাঁচ বছর পর আবার মেট্রো চলবে টালিগঞ্জ সংলগ্ন মহানায়ক উত্তমকুমার স্টেশন থেকে দমদম অভিমুখে।
শুরু হতে চলেছে আকাশপথে ট্যাক্সি পরিষেবা
২০১৬ সাল নাগাদ কিছুদিন টালিগঞ্জ থেকে মেট্রো ছাড়া হলেও তিন নং প্ল্যাটফর্ম নিয়ে বেশ কিছু সমস্যা থাকায় তা বেশিদিন চলেনি। মেট্রো কতৃপক্ষ সূত্রে খবর, বেশ কয়েক মাস ধরেই দমদম থেকে মহানায়ক উত্তমকুমারের মধ্যে যাতায়াতের প্রবণতা বেড়েছে জনসাধারণের। আর সেই জন্যই এবার সেখানে মেট্রো চালানোর সিদ্ধান্ত নিলেন কতৃপক্ষ। আর তাই সকাল ৯টা থেকে ১১টা ৪৫ পর্যন্ত নটা মেট্রো যাত্রা করবে দমদম থেকে। আবার সেই মেট্রো গুলি ফিরে আসবে দমদমেই। বিকেল ৫টা ১০থেকে ৭টা ১০মিনিটের মধ্যে আরো সাতটি মেট্রো চলবে।
দুই স্কুল পড়ুয়ার ব্যাংকে জমা হলো কয়েকশোকোটি টাকা
দমদম থেকে টালিগঞ্জ আসা মেট্রো গুলি ফিরবে দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে। ওই সময় কবি সুভাষ থেকে মেট্রো ছাড়া হবে ১০ মিনিট পর পর।