পুজোর আগে কমলো সোনা-রুপোর দাম

Gold-and-silver-prices-decrease-before-Pujo

অম্লিতা দাস: আসছে পুজো আর তার সাথেই এল এক সুসংবাদ। সোনা-রুপো কেনার ক্ষেত্রে আগ্রহী গ্রাহকদের জন্য এবার কমলো সোনার দাম।  রুপোও মিলছে সস্তায়। গত মাসের ৩১ তারিখ পর্যন্তও কলকাতায় ১০ গ্রাম ২৪ক্যারাট সোনার দাম ছিল ৪৮হাজার ৪০০টাকা। মাসের শুরুতেই অর্থাৎ গতকাল সেই দাম পড়ল ৪৮ হাজার টাকায়। ইন্ডিয়ান বুলিয়ান অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে আরো কম দামে দেখা যাচ্ছে সোনা-রুপার দাম।

আগের মাসের শেষ থেকেই দাম কমছিল সোনার।২৪শে আগস্ট থেকে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ওঠানামা করলেও ২৮ ও ২৯শে আগস্ট সবচেয়ে দাম বৃদ্ধি হয়। সাথে সাথেই চলতি মাসে দাম কমে সোনার। ১লা সেপ্টেম্বর থেকেই পাকা সোনা অর্থাৎ ২৪ ক্যারাটের দাম ৪৮ হাজার ৪০০ থেকে কমে হয় ৪৮ হাজার। গয়নার সোনার (২২ ক্যারাট) দাম হয় ৪৫ হাজার ৫৫০টাকা এবং হলমার্ক সোনা (২২ক্যারাট) ৫৬ হাজার ২৫০ টাকা।
সোনার সাথেই পাল্লা দিয়ে রুপোর দাম কমতে ও বাড়তে থাকে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় গত কিছু মাসে রুপোর দামও বৃদ্ধি পেয়েছিল। আবার এই মাসে তা কমেও এসেছে। ১লা সেপ্টেম্বর কেজি প্রতি রুপোর দাম কমেছে তিনশো টাকা অর্থাৎ প্রতি কেজি রুপোর দাম ৬৪ হাজার ১০০ টাকা। আর খুচরো রুপোর দাম কমেছে তিনশো টাকা অর্থাৎ তার দাম ৬৪ হাজার ২০০ টাকা।

Post a Comment

Previous Post Next Post