নিমতলায় ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলছে কাঠের গুদাম, ঘটনাস্থলে দমকল মন্ত্রী

Fire-Terriblere-on-the-ground-floor-The-wood-warehouse-is-burning-the-fire-minister-is-at-the-scene

ঈশিতা সাহা: সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের মুখে পড়ল কলকাতা বাসী। নিমতলা ঘাট স্ট্রিট এলাকায় কাঠের গুদামে দাউদাউ করে জ্বলছে আগুন। ঘিঞ্জি এলাকা হওয়ার কারণেই দ্রুত তা ছড়িয়ে পড়ে আশে পাশের এলাকায়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে  দমকলের ১৮টি  ইঞ্জিন পৌঁছে।  ভয়াবহতা সামালে ছুটে আসেন রাজ্য মন্ত্রী।

বড় খবর! ভবানীপুরে মমতার বিরুদ্ধে বিজেপি প্রার্থীর নাম প্রকাশ্যে

স্থানীয় সূত্রে খবর, প্রথমে ওই এলাকায় বিস্ফোরণের একটি বাড়িতে জোরালো আওয়াজ শুনতে পায় এলাকাবাসী। ওই বাড়িতে আবার কাঠের গুদাম থাকায়,আগুন হাওয়ার বেগে ছড়িয়ে পরে সেখান থেকে। তবে দুর্ঘটনায় কোনো মৃত্যু  খবর উঠে আসেনি। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ছুটে আসেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তিনি জানান, ওই বাড়িতে কাঠের গলায় ভর্তি থাকার কারণে দুর্ঘটনাটি এত ভয়াবহ রূপ ধরে। ধারণা করা হচ্ছে, সিলিন্ডার থেকেই মূলত এই বিস্ফোরণ।

বিজেপি নেতা খুনের তদন্ত করছে না পুলিশ : অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর

ইতিমধ্যে ঘটনাস্থলে দমকলের ১৮ টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। সূত্রের খবর, অগ্নিকাণ্ডে আশেপাশের এলাকায় ২০ থেকে ২৫টি বাড়ি ভস্মীভূত হয়েছে। রাজ্য মন্ত্রী জানিয়েছেন, আগুন ভয়াবহ হলেও দমকল বাহিনী প্রাণের ঝুঁকি নিয়ে নেভানোর কাজ করছে। এলাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার বার্তা দিয়েছেন।


Fire-Terriblere-on-the-ground-floor-The-wood-warehouse-is-burning-the-fire-minister-is-at-the-scene

Fire-Terriblere-on-the-ground-floor-The-wood-warehouse-is-burning-the-fire-minister-is-at-the-scene

Fire-Terriblere-on-the-ground-floor-The-wood-warehouse-is-burning-the-fire-minister-is-at-the-scene

Fire-Terriblere-on-the-ground-floor-The-wood-warehouse-is-burning-the-fire-minister-is-at-the-scene

Fire-Terriblere-on-the-ground-floor-The-wood-warehouse-is-burning-the-fire-minister-is-at-the-scene


Post a Comment

Previous Post Next Post