রিয়া গিরি : ফের অনলাইন গেম খেলে প্রাণ হারাতে হলো ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়াকে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ছাতারপুর শহরে। অনলাইন গেম খেলে টাকা খাওয়ানোর পর মায়ের বকুনির ভয়ে আত্মহত্যা করল এক কিশোর। আত্মহত্যার পূর্বে একটি নোট লিখে যায় সে। ইতিমধ্যে সুইসাইড নোটটি পুলিশের হাতে তুলে দিয়েছে কিশোরীর পরিবার।
সূত্রের খবর, ১৩ বছরের ওই কিশোর অনেকদিন ধরেই অনলাইন গেম এর নেশায় আসক্ত ছিল। কোভিড মহামারীর জেরে স্কুল-কলেজ যখন বন্ধ থাকায়, সেই সূত্রেই হাতে-পায়ে স্মার্ট ফোন।ফেসবুক, হোয়াটসঅ্যাপে ,ইনস্টাগ্রামের পাশাপাশি একাধিক অনলাইন গামে আসক্ত হয়েছিল ওই পড়ুয়া। কিশোরীর মা পেশায় নার্স। তিনি সারাদিন ডিউটিতে চলে যেতেন ও বাবা বাড়িতে থাকতেন না। সেই ফাঁকে সে নিজের পড়ার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। পরে বিকেলে দরজা খোলার চেষ্টা করতে ব্যর্থ হয় তার দিদি।বাবা-মা বাড়িতে এসে দরজা ভেঙে ঘরে ঢুকতেই দেখে, গলায় মাফলার জড়িয়ে ফ্যানের সঙ্গে চলছে ছেলে।
পুলিশ সূত্রের খবর, কিশোরের ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। যেখানে লেখা ছিল 'অনলাইন গেম খেলতে গিয়ে আমি ৪০ হাজার টাকা হারিয়েছি,তাই আত্মহত্যা ছাড়া আমার কাছে আর কোন পথ খোলা নেই। ডিএসপি শশাঙ্ক জৈন জানিয়েছেন, মায়ের অ্যাকাউন্ট ব্যবহার করে গেম খেলছিল ওই কিশোর। ঘটনার পেছনে কোন প্রতারণা চক্র জড়িয়ে আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।