আবারও লক্ষাধিক টিকার যোগান পেল বাংলা



 ঈশিতা সাহা: লাইনে দাঁড়িয়ে হুমরি খেয়ে আর টিকা নয়। সকাল ১০ টা থেকে বিকাল ৪ টের মধ্যে যে কোনো সময় দুটি ডোজের ভ্যাকসিন নিতে পারেন উপভক্তারা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, আগস্ট মাসের শেষ সপ্তাহেই প্রায় ২২ লক্ষ টাকার যোগান পাবে বাংলা। ইতিমধ্যে মঙ্গলবার ১ লক্ষেরও বেশি ভেকসিন বাগবাজারের রাজ্য স্বাস্থ্য দপ্তরে মেডিকেল স্টোরে পাঠানো হয়েছে। সেদিনই বিকালে আরো ৬ লক্ষ কোভিডশিল্ড রাজ্যে ঢোকে। জানা যাচ্ছে, রাজ্যের জন্য বরাদ্দ ২০ লক্ষ কোভিড শিল্ড ও ২ লক্ষ কোভ্যাকসিনএর টিকা চলতি মাসের শেষেই আমদানি পাবে।

 মঙ্গলবার এর নয়া নিয়ম অনুযায়ী, এখন যেকোন সময় পুরসভার টিকা কেন্দ্র গুলি থেকে প্রথম অথবা দ্বিতীয় ডোজের টিকা পাওয়া সম্ভব। দুটি ডোজের জন্য আলাদা কোনো নির্দিষ্ট সময় নয়। পাশাপাশি অনলাইনেও স্লটবুকিং এর মাধ্যমে টিকা নেওয়ার ব্যবস্থা চালু হয়েছে। উপভোক্তাকারীদের এখন আর দীর্ঘক্ষণের লাইনে দাঁড়িয়ে নির্দিষ্ট তারিখ অনুযায়ী টিকা করনের জন্য ছুটতে হবে না বলে আশা করছে রাজ্য।

এদিকে কোভিডের তৃতীয় ঢেউয় রুখতে বুধবার জেলা প্রশাসনের সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব হরেকৃষ্ণ দ্বিবেদী একটি বৈঠক করেন। মূলত তৃতীয় ঢেউয়ের কোপ থেকে  শিশুদের সুরক্ষার্থে এদিনের বৈঠকে আলোচনা করা হয়। রাজ্য স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন, শিশুদের চিকিৎসার জন্য ইতিমধ্যে রাজ্যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ১৫৫০ টি, পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে ৫২৮ টি ও নিউনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে ২৭০ টি বেডের  ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও নিউবর্ন কেয়ার ইউনিটে বেডের সংখ্যা বাড়িয়ে ২৪৭৬ করা হয়েছে। শিশুদের জন্য আলাদা করে সরকারি ও বেসরকারি হাসপাতালে অভিজ্ঞ চিকিৎসক ও বিশেষজ্ঞ নিয়োগ করা হয়েছে। শিশুদের রোগ সংক্রমণ ক্ষমতা কম থাকে। মূলত সেই কারণেই রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে এই বিশেষ ব্যবস্থা প্রস্তুতি নেওয়া হচ্ছে। 

কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, মঙ্গলবার থেকে জেলার স্বাস্থ্যকেন্দ্রগুলিতে  টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ পাওয়া যাবে। তার জন্য আলাদা করে স্লট বুকিং করতে হবে না। পাশাপাশি কোভিড বিধি মেনে টিকাকরণ করতে হবে বলে জানানো হয়েছে।


Post a Comment

Previous Post Next Post