জানেন কী : দেবকে শৈশবে মৃত ভেবে শ্মশানে দাহ করতে নিয়ে যাওয়া হয়েছিল !


As-a-child-Dev-was-thought-to-be-dead-and-taken-to-the-crematorium-for-cremation

রিয়া গিরি : দেব ওরফে দীপক অধিকারী টলিউডের একজন বিখ্যাত অভিনেতা।শুধুমাত্র টলিউডের নয় ঘাটালের সাংসদ পার্লামেন্টের ও একজন সদস্য।বাংলার এক জনপ্রিয় টক শোতে এসে তিনি বলেন ছোটবেলা দেবকে মৃত ভেবে শ্মশানে দাহ করতে নিয়ে যাওয়া হয় পরে তার জ্ঞান ফেরে।

বনগাঁ শহর জুড়ে সারম্বরে উদযাপিত হল রাখি বন্ধন উৎসব

গাজনের মেলা দেখতে মুম্বাই থেকে মামার বাড়ি এসেছিলেন দেব। তখনই তিনি সবার সাথে মেলা দেখতে গিয়ে অজানা ব্যক্তির থেকে কিছু খেয়ে ফেলেন। আর সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যান তিনি। টানা ১ দিনের পর তার জ্ঞান ফেরে। প্রথমে তাকে মৃত ভেবে শ্মশানে দাহ করতে নিয়ে যায় গ্রামবাসীরা। তাকে পরিবারের অজান্তেই শ্মশানে ফেলে রেখে যাওয়ার একদিন পরে জ্ঞান ফেরে । সারারাত তিনি দিদা মামাদের খোঁজাখুঁজির পর অবশেষে মামা বাড়িতে এসে হাজির হন। তারপর মা বাড়ির লোকেরা যতসম্ভব দেব কে বাড়ি পাঠিয়ে দেয়।

ক্ষমতা পেয়েই ফতোয়া জারি তালিবানদের; বন্ধ কো- এডুকেশন

দেবের হারিয়ে যাওয়ার পর নাতির জন্যে দিদা মানত করেছিলেন, ছোট্ট দেবকে খুঁজে পেলে বড় হওয়ার পর তিনি ওকে দিয়ে গাজনের সন্ন্যাস পালন করাবেন। ঠিক কথামতো মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর  তিনি গ্রামে ফিরে এসে এক সপ্তাহের জন্য তিনি ভক্তা গাজনের সন্ন্যাসী হয়েছিল।অন্যান্য সন্ন্যাসীদের মতো তিনি মন্দিরে থাকতেন এবং আগুন খেলা, কাটা ঝাঁপ সবকিছুই পালন করেছেন। যা শুনে রীতিমতো চমকে ওঠেন টকশোর হোস্ট শাশ্বত চট্টোপাধ্যায় ও রুক্মিণী মৈত্র।


You-know-what-Dev-was-taken-to-the-crematorium-to-be-cremated-as-a-child

You-know-what-Dev-was-taken-to-the-crematorium-to-be-cremated-as-a-child

You-know-what-Dev-was-taken-to-the-crematorium-to-be-cremated-as-a-child

You-know-what-Dev-was-taken-to-the-crematorium-to-be-cremated-as-a-child

You-know-what-Dev-was-taken-to-the-crematorium-to-be-cremated-as-a-child

You-know-what-Dev-was-taken-to-the-crematorium-to-be-cremated-as-a-child


Post a Comment

Previous Post Next Post