যেখানে যুদ্ধ লড়তে অনিচ্ছুক আফগান সেনারা, সেখানে মার্কিন সেনারা প্রাণ দেবেনা, বার্তা জো বাইডেনের

Where-Afghan-troops-are-reluctant-to-fight-US-troops-will-not-die-says-Joe-Biden

রিয়া গিরি : যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের কাবুল দখল করে নিয়েছে তালিবানরা। ইতিমধ্যেই নিজেদের প্রাণ বাঁচাতে মরিয়া চেষ্টা শুরু করেছে আফগানিস্থান বাসী। সেই পরিস্থিতিতে বিশ্ববাসীর চোখ আফগানিস্থান এর ওপর। বিশ্বের সমস্ত দেশ নিজের নাগরিকদের দেশে ফেরানোর কাজ  শুরু করে ফেলেছে। ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনার জন্য ভারতীয় বায়ু বিমান C- 17 আফগানিস্তান থেকে রওনা দিয়েছে। সেই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বললেন আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত তার একদম সঠিক ছিল।


মাত্র ২০ দিনে দু'দশকের সরকার পতন ঘটিয়ে ফের আফগানিস্তানে তালিবানি শাসন

তিনি আরো বলেন যেখানে আফগান বাহিনী নিজেদের জন্য যুদ্ধ করতে ইচ্ছুক নয়। সেই যুদ্ধে আমেরিকান সৈন্যরা প্রাণ দেবে না।আফগানিস্তানকে সাহায্য করবে না  আমেরিকা।কারণ আফগান সেনারা নিজেদের দেশের জন্য লড়তে তৈরী নয়। এমন যুদ্ধে মার্কিন সেনাদের পাঠানো সঠিক সিদ্ধান্ত হবে না বলে জানিয়ে দিয়েছেন তিনি।আফগানিস্তানের সংকট পরিস্থিতিতে জো বাইডেনের বার্তা অনেক ক্ষেত্রেই সত্যি বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা।

শেষ দিনে লর্ডস টেস্টে অ্যাডভান্টেজ পাচ্ছে ভারত

দেশের পরিস্থিতিকে সামাল না দিয়েই দেশ ছেড়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট। জো বাইডেন নিজের বার্তাতে সেটি ও উল্লেখ করেছেন।জো বাইডেন বলেন মার্কিন সেনারা প্রায় ২০  বছর আগে সুস্পষ্ট লক্ষ্য নিয়ে আফগানিস্থানে গিয়েছিল, তাদের লক্ষ্য ছিল ১১ সেপ্টেম্বর, ২০০১ সালে আমেরিকায় হামলা যারা করেছিল তাদের খুঁজে বের করা এবং আফগানিস্তানকে তালিবান মুক্ত করা। আফগানিস্তানকে সাহায্যের হাত বাড়িয়েছিল আমেরিকা।কিন্তু যারা নিজেদের সাহায্য করতে নিজেরাই রাজি নয় সেই যুদ্ধ পরিস্থিতিতে মার্কিন সেনারা প্রাণ হারাবে না বলে জানিয়েছেন তিনি।

https://www.sarbabhaumasamachar.in/2021/08/India-are-getting-an-advantage-in-the-Lords-Test-on-the-last-day.html

https://www.sarbabhaumasamachar.in/2021/08/India-are-getting-an-advantage-in-the-Lords-Test-on-the-last-day.html

https://www.sarbabhaumasamachar.in/2021/08/India-are-getting-an-advantage-in-the-Lords-Test-on-the-last-day.html

https://www.sarbabhaumasamachar.in/2021/08/India-are-getting-an-advantage-in-the-Lords-Test-on-the-last-day.html

https://www.sarbabhaumasamachar.in/2021/08/India-are-getting-an-advantage-in-the-Lords-Test-on-the-last-day.html



Post a Comment

Previous Post Next Post