সায়ন ঘোষ, বনগাঁ : প্রতীক্ষার আর কিছুক্ষণ। তারপরেই ঘোষণা হয়ে যাবে বিজয়ীর নাম। তরুণ প্রজন্মের ভারতের সেরা সঙ্গীত শিল্পী কে হচ্ছেন; তা জানা যাবে এন্টারটেইনমেন্ট টেলিভিশন সোনি টিভি পরিচালিত 'ইন্ডিয়ান আইডল' সঙ্গীত প্রতিযোগিতায়।
র্যাবডোফিস বিন্দি (Rhabdophis Bindi) নামের নতুন সাপ আবিস্কার করলেন এই বাঙালী বিজ্ঞানী
যদিও চুড়ান্ত পর্বের বেশিরভাগ অংশের শ্যুটিং আগেই সেরে ফেলা হয়েছে বলে জানা গেছে। ফাইনালিস্ট ছয় জনের মধ্যে আছে উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁর বাসিন্দা অরুণিতা কাঞ্জিলাল। অরুণিতাকে বিজয়ী দেখতে দীর্ঘ অপেক্ষায় আছেন গোটা রাজ্যের মানুষ।
বনগাঁ মহকুমা জুড়ে উদযাপিত হল ৭৫ তম স্বাধীনতা দিবস, সামিল বিভূতিভূষণ বি.এড. কলেজ
তবে গানের সাথে সাথে কোন প্রতিযোগী সবথেকে কত বেশি ভোট পাচ্ছেন তার ওপর নির্ভর করেই বিজয়ীর নাম ঘোষণা করবেন চ্যানেল কর্তৃপক্ষ। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের ১৫ জন বাছাই করা প্রতিযোগীকে নিয়ে সঙ্গীতের এই মহাযুদ্ধ শুরু হয়েছিল।
এখন আর কিছুক্ষণের মধ্যেই চুড়ান্ত পর্বের জন্য মোট ৬ জনের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে মুম্বাই-এ। অপেক্ষা শুধুমাত্র ঘোষণার...