শ্রমণ দে : ক্রিকেটার বিরাট কোহলির ফিটনেস কোনও অ্যাথলিটের থেকে কম নয়। নিজেকে ফিট রাখার জন্য সব কিছুই করেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। এমনকী আপনার, আমার মতো সাধারণ জল পান করেন না কোহলি।
নিজেকে সুস্থ ও ফিট রাখতে কোহলি ব্ল্যাক ওয়াটার পান করেন। এই জলের এক লিটারের দাম তিন থেকে চার হাজার টাকা। প্রাকৃতিক অ্যালকালাইন থাকে এই জলে। যা শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে।
লম্বা ইনিংস খেলার সময় কোহলি ব্ল্যাক ওয়াটার পান করেন। এই জলে পিএইচ লেভেল হাই থাকে। ফলে ব্ল্যাক ওয়াটার পান করলে শরীরে ক্লান্তি অনুভব কম হয়। কোহলি ছাড়া বলিউড অভিনেত্রী উর্বশি রউতেলাও ব্ল্যাক ওয়াটার পান করেন। এই বিশেষ জল ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে। এমনকী শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে।