কলেজে ভর্তির আবেদনের সময়সীমা বাড়াল ইউজিসি

 

UGC-extended-the-deadline-for-college-admission-application

অম্লিতা দাস : পড়ুয়াদের সুবিধার্থে কলেজে ভর্তির আবেদনের সময়সীমা বাড়ল আরো এক সপ্তাহ। কলেজে ভর্তির আবেদনের শেষ দিন ছিল ২০শে আগস্ট। আরো সাতদিন বাড়িয়ে তা ২৭শে আগস্ট পর্যন্ত করা হল। এতে পড়ুয়াদের সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে।

চূড়ান্ত সাফল্য নিয়ে বড় পর্দায় মুক্তি পেল আক্কির নতুন সিনেমা 'বেল বটম' ; প্রথম দিনেই দুই কোটি পার !

ইউজিসির নির্দেশিকা অনুযায়ী ১লা অক্টোবর থেকে ক্লাস শুরু করবে কলেজগুলি। সেই মতই মেধা তালিকা প্রকাশ করা হবে ৩১শে আগস্ট আর ৩১শে সেপ্টেম্বরের মধ্যে ভর্তির প্রক্রিয়া শেষ করবে কলেজগুলি। এই বছর উচ্চমাধ্যমিকের সংশোধিত মার্কশিট হাতে পেতেই অনেক দেরি হয়েছে বেশ কিছু পড়ুয়াদের আর তাদের জন্যই সদ্য ভারপ্রাপ্ত শিক্ষা সংসদ চিরঞ্জীব ভট্টাচার্য কিছু সময়ের আবেদন করেছিলেন শিক্ষা সচিবের কাছে।


কোনো পড়ুয়া যাতে সময়ের জন্য বঞ্চিত না হয়ে সেই দিকেই নজর দিয়েছেন তিনি। হোয়াটসঅ্যাপের দরুন উপাচার্যদের কাছে আবেদন জানান তিনি। খুব শীঘ্রই এই বিষয় বিশ্ববিদ্যালয়ের থেকেও নোটিশ দেওয়া হবে।সংশোধিত মার্কশিট হাতে না পাওয়ায় কলেজে ভর্তির আবেদন থেকে বিরত ছিলেন বেশ কিছু পড়ুয়া। এই অতিরিক্ত সময় সেই সমস্যা মিটে যাবে বলেই আশা করা হচ্ছে।

UGC-extended-the-deadline-for-college-admission-application

UGC-extended-the-deadline-for-college-admission-application

UGC-extended-the-deadline-for-college-admission-application

UGC-extended-the-deadline-for-college-admission-application

UGC-extended-the-deadline-for-college-admission-application

UGC-extended-the-deadline-for-college-admission-application


Post a Comment

Previous Post Next Post