দীর্ঘ ৫ বছর ধরে ট্রেন চালাচ্ছেন দুই ভুয়ো চালক

Two-fake-drivers-have-been-running-the-train-for-5-long-years


রিয়া গিরি : দীর্ঘ পাঁচ বছর ধরে ভুয়ো নিয়োগপত্র ও আই কার্ড নিয়ে ট্রেন চালাচ্ছেন দুই ব্যক্তি। ভুয়ো আইএএস, আইপিএস, চিকিৎসক ও পুলিশ অফিসারের পর খোঁজ মিলল ভুয়ো ট্রেন চালকের। প্রতিদিন হাজার হাজার মানুষের প্রাণ ঝুঁকি নিয়েই প্রতিনিয়ত পূর্ব রেল শিয়ালদহ ডিভিশনের রেল চালাতেন ওই ব্যক্তি।

কাশ্মীরে জঙ্গিদের গুলিতে নিহত বিজেপি’র যুবনেতা

সূত্রের খবর, পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের রেলের চাকরি করছিল দুই যুবক। যুবকের নাম সাহেব সিং ও ইসরাফিল সিং।শিয়ালদহ ডিভিশনের আই কার্ড নিয়ে তামিলনাড়ু যাওয়ার সময় রেলের পাস ও কাটা টিকিট দেখে সন্দেহ হয় টিকিট পরীক্ষকের। তখনই তাদের দু'জনকে আটক করে রেল পুলিশের হাতে তুলে দেয় টিকিট পরীক্ষক।

কাঁটাতারের ধারে পেট্রাপোল সীমান্তে আয়োজন মনসা পুজোর

ইতিমধ্যেই ধৃতদের কাছ থেকে কাগজপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। তাদের থেকে জানা যায় ২০১৬ সালে চাকরিতে যোগ দেন তারা। দীর্ঘ পাঁচ বছর ধরে তারা এভাবেই চাকরি করতো । কিভাবে পাঁচ বছর ধরে ট্রেনচালক দিনের-পর-দিন কাজ করে গেল তা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে।যদিও রেলের তরফ থেকে জানানো হয়েছে ধৃতদের কলকাতায় নিয়ে এসে  জিজ্ঞাসাবাদ করা হবে। এই জালিয়াতির সঙ্গে কে কে যুক্ত আছেন তা শীঘ্রই জানা যাবে।






Post a Comment

Previous Post Next Post