এবছরেও মাধ্যমিক সিলেবাসের ৩০-৩৫ % বোঝা কমিয়ে দিল পর্ষদ

This-year-also-the-Board-reduced-the-burden-of-secondary-syllabus-by-30-35%

ঈশিতা সাহা : মহামারী নিয়ন্ত্রণে এলেই এবছরে  পুজোর পর স্কুল খোলার কথা জানিয়েছে রাজ্য সরকার। সেই অনুযায়ী ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে মাধ্যমিক শিক্ষা পর্ষদ। মঙ্গলবার একটি নির্দেশিকায় জানানো হয়েছে গতবারের মতো এ বছরেও মাধ্যমিক সিলেবাসে প্রতিটি বিষয়ে ৩০ থেকে ৩৫ শতাংশ ছাড় দেওয়া হবে। গতবারের সিলেবাসেও একই নিয়ম প্রযোজ্য হলে মহামারী কারণে তা বাতিল হয়েছিল। মূল্যায়ন করা হয় বিকল্প পদ্ধতিতে।

বিক্ষোভ দেখিয়ে বিকাশ ভবনের সামনে 'বিষ' পান করলেন ৫ জন শিক্ষিকা!

 পর্ষদ সূত্রের খবর, ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা গতবারের  সিলেবাসের ভিত্তিতেই পরীক্ষা দেবে। পর্ষদের ওয়েবসাইডে প্রতিটি বিষয়ে প্রতিটি অধ্যায়ের নাম্বার বিভাজনের তালিকা প্রকাশ করা হয়েছে। এদিন পর্ষদ সভাপতি কল্যাণময় গাঙ্গুলী স্কুল কর্তৃপক্ষের উদ্দেশ্যে একটি নির্দেশিকা জারি করেছেন। জানানো হয়েছে, ২০২১ সালের সংক্ষিপ্ত সিলেবাস অনুসরণ করে ২০২২ সালের উচ্চ মাধ্যমিক একাদশের বার্ষিক পরীক্ষা নেওয়া। পাশাপাশি স্কুল খুললে ছয় মাসের নিয়মিত ক্লাসের পর এই সংক্ষিপ্ত সিলেবাসের ভিত্তিতে পরীক্ষা নেওয়া হবে।

নবান্নের বড় ঘোষণা : বাড়বে না চাকরির মেয়াদ, সুযোগ পাবে নয়ামুখ

প্রসঙ্গত, গতবছরের সিলেবাসেও ৩০ থেকে ৩৫ শতাংশ কমিয়ে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়েছিল পর্ষদ। কিন্তু পরিস্থিতির কারণে তা বাতিল করা হয়। যদিও গত বছর সিলেবাস লাঘবের  বিষয়টি নভেম্বর মাসের শেষের দিকে ঘোষণা করা হয়েছিল।এবারে যাতে পরীক্ষার্থীরা পর্যাপ্ত পরীক্ষার প্রস্তুতি নিতে পারে সেজন্য আগস্ট মাসেই জানিয়ে দেওয়া হল বলে পর্ষদ সূত্রে খবর।

This-year-also-the-Board-reduced-the-burden-of-secondary-syllabus-by-30-35%

This-year-also-the-Board-reduced-the-burden-of-secondary-syllabus-by-30-35%

This-year-also-the-Board-reduced-the-burden-of-secondary-syllabus-by-30-35%

This-year-also-the-Board-reduced-the-burden-of-secondary-syllabus-by-30-35%

This-year-also-the-Board-reduced-the-burden-of-secondary-syllabus-by-30-35%

This-year-also-the-Board-reduced-the-burden-of-secondary-syllabus-by-30-35%


Post a Comment

Previous Post Next Post