রিয়া গিরি : লোকাল ট্রেনের মহিলা কামরা মেয়েদের সুরক্ষার জন্যই সংরক্ষিত রয়েছে। কিন্তু তা তোয়াক্কা না করে অনেক পুরুষ মানুষ জবরদস্তি মহিলা কামরায় উঠে পড়েন। অনেকে মহিলাদের সঙ্গে অসভ্য আচরণ করেন। তাতে বিঘ্নিত হচ্ছে মহিলাদের নিরাপত্তা ও সুরক্ষা। তাই এই বিষয়ে পূর্ব রেল কর্তৃপক্ষের তরফ থেকে একটি কড়া সিদ্ধান্ত নেওয়া হলো।
মহিলা কামরার বাইরে বড় বড় করে বাংলা হিন্দি এবং ইংরেজি মিলিয়ে তিনটি ভাষাতেই লেখা থাকে। তা সত্বেও কিছু পুরুষ মানুষ জোর করেই মহিলা কামরায় উঠে পড়েন। তাই পূর্ব রেল কর্তৃপক্ষের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হলো যে পুরুষ মানুষ মহিলা কামরায় উঠবেন তাদের তখনই গ্রেপ্তার করা হবে।
মহরম ও ডব্লিউবিসিএস পরীক্ষার দিনে বাড়ছে মেট্রোর সংখ্যা
আর পি এফ কে এমনই কড়া নির্দেশ দেওয়া হয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষের তরফ থেকে। এর পাশাপাশি প্রতিটি স্টেশনে যাত্রীদের সচেতন করতে দলের তরফে মাইকে প্রচার করা হবে। লোকাল ট্রেনে মহিলা কামরায় পুরুষ যাত্রী ওঠার ঘটনা নতুন নয় প্রায়শই এর অভিযোগ পাওয়া যায়। তাই রেল কর্তৃপক্ষের তরফ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেলের দাবি, শিয়ালদহ শাখায় মহিলা কামরায় পুরুষ যাত্রী ওঠার অভিযোগ সবচেয়ে বেশি।ইতিমধ্যেই স্টাফ স্পেশাল এ মহিলা কামরায় ওঠার অভিযোগে একাধিক পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু তারপরেও বন্ধ হয়নি এই প্রবণতা।মহিলা যাত্রীদের নিরাপত্তার অভাবের জন্য সোয়দপুর স্টেশনের জিআরপি অফিসের সামনে মহিলা যাত্রীরা বিক্ষোভ দেখান।
আফগানিস্তানে আটকে গোপালনগরের চারজন; উৎকণ্ঠায় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পরিবার
সেই প্রসঙ্গেই পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, স্টাফ ট্রেন হোক কিংবা লোকাল ট্রেন মহিলা কামরায় মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। সেখানে কোন পুরুষ উঠতে পারবেন না। জোর করে যারা উঠবেন তাদের গ্রেফতার করা হবে এবং আইনি ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন,ভিড়ের অজুহাত দেখিয়ে মহিলা কামরায় ওঠা চলবে না প্রয়োজনে পরের ট্রেন ধরতে হবে।