পৃথিবীর প্রথম হাসপাতাল ট্রেনের সূচনা হল বাংলাতে

 

The-worlds-first-hospital-train-was-launched-in-Bengal


রিয়া গিরি: পৃথিবীর প্রথম হাসপাতালের সুযোগ-সুবিধা সম্পন্ন ট্রেনের সূচনা হলো বাংলাতে। বীরভূমের মাটিতে ইন্ডিয়া ফাউন্ডেশনের মাধ্যমে হাসপাতাল ট্রেনের সূচনা হলো। গত তিরিশ বছর ধরে এই ট্রেন হাসপাতালের মাধ্যমে ১২ লক্ষ মানুষকে স্বাস্থ্যপরিসেবা দিয়ে এসেছে। বীরভূম জেলার চিনপাই রেলওয়ে স্টেশনের ইন্ডিয়ান লাইফলাইন এক্সপ্রেস পৃথিবীর প্রথম ট্রেনের ২১৪ তম প্রকল্পের সূচনা করলো রবিবার।


এই ট্রেন হাসপাতলে ১ লক্ষ ৭০ হাজার সার্জারি সম্পন্ন হয়েছে। সোমবার থেকে শুরু হয়েছে চোখের অপারেশন। ট্রেনে বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা পাওয়া যাবে বলে সংস্থার পক্ষ থেকে জেলার সমস্ত নাগরিককে জানানো হয়েছে। শরীরের পরীক্ষাসহ সার্জারি ও করা হবে এই হাসপাতালে। আগামী ৫ ই সেপ্টেম্বর পর্যন্ত শুরু হতে চলেছে একটি স্বাস্থ্য শিবির পরীক্ষা।

আবারও নক্ষত্রপতন : চলে গেলেন বাচিক শিল্পী গৌরী ঘোষ

যেখানে ইম্প্যাক ইন্ডিয়া ফাউন্ডেশন এর উদ্যোগে বিশ্বের প্রথম লাইভ লাইন এক্সপ্রেস ট্রেন হাসপাতালের মাধ্যমে সাধারণ মানুষকে স্বাস্থ্য পরিষেবা দান করবে। ট্রেনের সিনিয়র অপারেটিং চন্দ্রকান্ত দেশপান্ডে জানান, বীরভূমজেলা প্রশাসন এবং স্থানীয় মানুষজন এর সহযোগিতায় প্রথম পরিষেবা দেওয়া হচ্ছে বীরভূমের মাটিতে। এই শিবিরে চক্ষু কান সার্জারি থেকে শুরু করে সমস্ত রকমের পরিষেবা পেতে চলেছে বলে জানিয়ে দিয়েছেন তিনি।


The-worlds-first-hospital-train-was-launched-in-Bengal

The-worlds-first-hospital-train-was-launched-in-Bengal

The-worlds-first-hospital-train-was-launched-in-Bengal

The-worlds-first-hospital-train-was-launched-in-Bengal

The-worlds-first-hospital-train-was-launched-in-Bengal

The-worlds-first-hospital-train-was-launched-in-Bengal



Post a Comment

Previous Post Next Post