ঈশিতা সাহা: পাঁচ দিনের মাথায় পাল্টে গেল মুখের কথা। সাক্ষাতকারের মাধ্যমে যে শান্তির কথা বলেছিলেন তালেবান মুখপাত্র, তার রদবদল ঘটিয়ে লুটপাটে নেমেছেন। শুক্রবার আফগানিস্থানে অবস্থিত ভারতীয় দূতাবাসে ব্যাপক লুটপাট চালায় তালিবানি জঙ্গি। তছনছ করা হয় সমস্ত নথিপত্র।
৫০০ টাকার জন্য মানুষকে ভিখারি বানিয়েছেন মন্তব্য দিলীপ ঘোষের
কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, ভারতীয় দূতাবাসে হামলা চালায় তালিবানি জঙ্গীরা। কান্দাহার ও হেরাতের দূতাবাস লুঠ করার পাশাপাশি ভারতীয় দূতাবাসের বেশ কিছু গোপন ও প্রয়োজনীয় নথিপত্র দখলে নিয়েছে তালিবানরা। ভারতীয় দূতাবাসের সামনে সমস্ত গাড়ি চলাচল বন্ধ করে হামলা চালায় বলে জানা গিয়েছে।
হাসিমুখেই সব খবর শোনান 'কাগজ দিদি' সুচিত্রা
এদিকে কাবুল সহ একাধিক এলাকায় তদন্ত চলছে সেইসব কর্মীদের যারা মার্কিন সেনাবাহীনি অধীনে কাজ করতেন। আফগানিস্তানে তালিবানি এই কার্যক্রমে সম্মত জানিয়েছেন চীন সরকার। তবে হঠাৎ করে শান্তি প্রতিশ্রুতির উল্টো পথে হাঁটা দেখে আশঙ্কা জন্মেছে অন্যান্য দেশগুলোতে।
আফগানিস্তানে আটকে গোপালনগরের চারজন; উৎকণ্ঠায় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পরিবার
আফগানিস্তানে ভারতের চারটি দূতাবাস রয়েছে।হামলার খবর পেয়ে যদিও দূতাবাস গুলি বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে ব্যাপক ছিনতাই করা হয় কান্দাহার ও হেরাতে। ইতিমধ্যে জানা গিয়েছে, মঙ্গলবার ১৭০ জন ভারতীয় কে কাবুল থেকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ভারতীয় সাংবাদিকদেরও ফিরিয়ে আনা হয়েছে। এখনো পর্যন্ত ২০০ জনকে উদ্ধার করা হয়েছে বলে সূত্রের খবর।