লটারিতে কোটি টাকা জিতে থানার লকআপে রাত কাটালো বিজেতা

The-winner-spent-crores-of-rupees-and-spent-the-night-in-the-lockup-of-the-police-station


রিয়া গিরি : রাতারাতি কোটিপতি হয়ে গেল বছর একুশের শান্তনু। আর তাতেই ঘুম ছুটছে তার। লটারি পাওয়ার সংবাদ পেয়ে টিকিট হাতে নিয়ে পুলিশের কাছে হাজির হয় সে।কোটিপতি হওয়ার যেমন আনন্দ আর খুশি, অন্যদিকে ভয়ে-আতঙ্কে তাড়া  করে বেড়াচ্ছে শান্তনুকে। ঘটনাটি ঘটেছে খেজুরির তালপাটি কোস্টাল থানা এলাকায়।

বন্ধ আন্তর্জাতিক সীমান্ত বাণিজ্য; কোটি কোটি টাকা ক্ষতিতে মাথায় হাত ব্যবসায়ীদের

 সূত্রের খবর, লাখপতি হওয়ার স্বপ্ন নিয়েই টিকিট কেটেছিল শান্তনু। কিন্তু একবারে কোটিপতি হয়ে যাওয়ার কথা সে কখনোই ভাবেনি। খেজুরের বটতলায় বছর একুশের যুবক শান্তনু, দেড়শ টাকার টিকিট কেটেই কোটি টাকা পেয়েছে। পারিবারিক অবস্থা ততটা ভালো না হওয়ায়, লটারির টাকা পেয়ে আগে একটা স্থায়ী বাড়ি করবার চিন্তাভাবনা করেছে শান্তনু। পরিবারের লোক জনেরা খুশিতে যেমন আত্মহারা, তেমনি ভয়ে-আতঙ্কে পুলিশের দ্বারস্থ হয়েছে তারা।

টাকি পর্যটন কেন্দ্রে ভয়াবহ আগুন, আহত ৩

পুলিশের পক্ষ থেকে তার বাড়িতে পাহারার ব্যবস্থা করা হয়েছে।যুবক শান্তনু গতকাল থানাতেই রাত কাটায়।  পরিবারের লোকজনের দাবি হঠাৎ করে যেমন কোটি টাকা লেগে যাওয়ায় তারা খুব খুশি, তেমনি আতঙ্ক-বেড়েছে । তবে পুলিশ নিশ্চিন্তে থাকতে টহলদারির ব্যবস্থা নিচ্ছেন। যুবকের এভাবে কোটিপতি হওয়ার গল্প শুনে লটারির টিকিট কাটতে ব্যস্ত হয়ে পড়েছে অনেকেই।

Post a Comment

Previous Post Next Post