শুভঙ্কর রায়, দক্ষিণ দিনাজপুর : তৃণমূলের 'খেলা হবে' দিবসের পাল্টা হিসাবে সপ্তাহব্যাপি 'গণতন্ত্র বাঁচাও, পশ্চিমবঙ্গ বাঁচাও' কর্মসূচি শুরু করল দক্ষিণ দিনাজপুর জেলার তপনের বিজেপি নেতৃত্ব। তারই সূচনা হিসাবে আজ বিজেপির তরফে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে।
শুক্রবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের করদহ হাই স্কুল মাঠে বিজেপির জেডপি-১৪ মণ্ডলের উদ্যোগে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে চার দলীয় এই খেলার মাধ্যমে এই কর্মসূচির শুভ সূচনা করেন তপন বিধানসভার বিধায়ক বুধরাই টুডু।
সাবধান; পাক্কা দেড় মাসেরও বেশি সময় ধরে বন্ধ থাকবে কলকাতার এই গুরুত্বপূর্ণ রাস্তা
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক গৌতম রায়, জেডপি-১৪ মন্ডল সভাপতি গনেশ সরকার, তিন শক্তিকেন্দ্র প্রমুখ বিপ্লব মাহাত, মিন্টু রায় , শ্যামল প্রামাণিক, জেলা কমিটির সহ সভাপতি ভজন মন্ডল, মানিক তালুকদার, বাপি ঘোষ, গোপাল তরফদার, মানিক মন্ডল, অচিন্ত্য মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা।
তপন ব্লকের বিজেপি নেতৃত্ব জানিয়েছে, সারা রাজ্য জুড়ে ৯ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত যে ৭ দিনব্যাপী 'গণতন্ত্র বাঁচাও, পশ্চিমবঙ্গ বাঁচাও' কর্মসূচি পালন করছে বিজেপি নেতৃত্ব, সেইমতোই বিভিন্ন দিনে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হচ্ছে এখানেও।
জেলাশাসকের উদ্যোগে পালিত হল কন্যাশ্রী দিবস
বিজেপি সুত্রে খবর, যুবকদের মধ্যে ফুটবল খেলায় উৎসাহ বাড়াতে এই চার দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। যেখানে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় শিকারপুর বনাম মান্দাপাড়া টিমের মধ্যে এবং শিকারপুর টিম ৩-১ গোলে বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ী এবং রানার্স দলকে পুরষ্কৃত করা হয়।
বিজেপির জেলা সাধারণ সম্পাদক গৌতম রায় জানান, "পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে।সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার লক্ষ্যে রাজ্য বিজেপির নির্দেশে ৭ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। ১৩ তারিখ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় রাজ্য জুড়ে, সেইমত আজ গঙ্গারামপুর বিধানসভার করদহেও এই কর্মসূচি পালন করা হয়"।