ফের গুলির শব্দে গর্জে উঠল বেহালা

The-violin-roared-at-the-sound-of-gunfire-again


অম্লিতা দাস: গুলির শব্দে পুনরায় গর্জে উঠল বেহালা। রবিবার গভীর রাতে বেহালার তৃণমূলের এক ওয়ার্ড সভাপতি রূপক গঙ্গোপাধ্যায়ের বাড়িকে লক্ষ্য করে গুলি করা হয়। সূত্রের খবর, বেহালার জেমস লং সরনীতে থাকেন বিধানসভার অন্তর্গত পুরসভার ১২১ নম্বর ওয়ার্ডের সভাপতি রূপক গঙ্গোপাধ্যায়। রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ হঠাৎ তাঁর স্ত্রী স্বাতী দেবী গুলির শব্দে চমকে ওঠেন। সঙ্গে সঙ্গে স্বামীকে জানান তিনি।

বাগদায় কুপিয়ে খুন প্রতিবেশি পৌঢ়াকে, গ্রেফতার অভিযুক্ত

দম্পতি দাবি করেন পরে আর তিন রাউন্ড গুলি চালানো হয় বলে। রূপকবাবু বাইরে বেরিয়ে দেখতে গেলেই দুই অজ্ঞাত পরিচয়ের যুবককে বাইকে করে বেরিয়ে যেত দেখেন। তাঁদের বাড়ির দোতলার জানলার কাঁচ ভেঙে পড়েছে। সকালেই অভিযোগ করা হয় বেহালা থানা কতৃপক্ষের কাছে।


ঘটনাস্থলে পৌঁছান পুলিশ। দোতলার জানলার দিকে দুটি বুলেট উদ্ধার করা হয়। তদন্তে নেমেছেন পুলিশ। একই ওয়ার্ডে ভোটপর্বের শেষে গুলি চলেছিল। আবার একই ঘটনার পুনরাবৃত্তি। পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সভাপতি রূপক গঙ্গোপাধ্যায়। এই আক্রমণকে রাজনৈতিক রঙে রাঙাতে না চাইলেও তার বক্তব্য, ওয়ার্ড সভাপতির দায়িত্বে এসে তোলাবাজি বন্ধ করেছেন তিনি, আর সেই জন্যই এমন আক্রমণের ঘটনা ঘটছে।

Post a Comment

Previous Post Next Post