ভ্যান উল্টে খালে! আহত সংখ্যা ১৮ জন, মৃত্যু ৬ শ্রমিকের

The-van-overturned-The-number-of-injured-is-17-death-of-6-workers


ঈশিতা সাহা, দক্ষিণ ২৪ পরগনা : রবিবার মধ্যরাতে হঠাৎ করে একটি পিকআপ ভ্যান উল্টে খালে পড়ে যায়। জানা যায়, বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়েই মূলত এই দুর্ঘটনাটি ঘটে। ইতিমধ্যে খালের জলে ডুবে প্রাণ হারিয়েছেন ৬ জন শ্রমিক। আহত সংখ্যা ১৮ জন। আহত কারীদের অবস্থাও সঙ্কটজনক বলে জানা যায়।

রোববার রাতের এই মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটে, দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর মহকুমা বকুলতলা থানার রাধাবল্লভপুর- মল্লিকপুর এলাকায়। এদিন রাতে প্রায় বারোটা নাগাদ দুর্ঘটনাগ্রস্ত একটি পিকআপ ভ্যান ভাড়া নিয়ে দূরপাল্লার ট্রেন ধরতে হাওড়ার দিকে রওনা হয়েছিলেন ২৭ জন শ্রমিক। হঠাৎই রাজবল্লভপুর এলাকায় পৌঁছে ওই ভেনটি খুঁটিতে ধাক্কা মেরে উল্টে খালে পড়ে। মৃত ৬ জনের মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়নি।

নাবালিকা নাতনীকে একাধিকবার ধর্ষণ বৃদ্ধের, হাসপাতালে বাচ্চা প্রসব করল নাবালিকা

বকুলতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিমপীঠ গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক  হওয়ায় ইতিমধ্যে তাদেরকে কলকাতা হাসপাতালে রেফার করা হয়। মূলত গাড়ির স্পিড বেশি হওয়ার কারণেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পুলিশ সূত্রে খবর, মৃত শ্রমিকদের দেহ বারুইপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তে পাঠানো হয়েছে।

Post a Comment

Previous Post Next Post