সায়ন ঘোষ, বনগাঁ : নিজেদের হাত খরচের টাকা জমিয়ে, পিছিয়ে পরা শিশুদের একবেলার খাবার তুলে দিতে এগিয়ে এলেন উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁর একদল পড়ুয়া। সোমবার বনগাঁ ছয়ঘরিয়ার গীর্জা সংলগ্ন এলাকার শিশুদের হাতে খাবারের পাশাপাশি মাক্স তুলে দেন তাঁরা। এদিন শিশুদের সংখ্যা ছিল প্রায় দুই শতাধিক।
১২ টি সোনার বিস্কুট সহ পার্কস্ট্রিট থেকে গ্রেফতার পাচারকারী
বনগাঁ মহকুমা জুড়ে উদযাপিত হল ৭৫ তম স্বাধীনতা দিবস
পড়ুয়াদের পক্ষ থেকে প্রিয়, সুদীপ্ত, শিবম, সুরাজ, চিরঞ্জিত, শুভজ্যোতি, রিতম জানান, "আমরা কোনো সংগঠনের কর্মী নই, আমরা সবাই বন্ধু। সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য সরকারি রেজিষ্ট্রেশন এর প্রয়োজন হয়না বলে আমরা মনে করি। তবে আগামীতে প্রয়োজন হলে ভেবে দেখবো। আজ ছয়ঘরিয়া গীর্জার আসে পাশের প্রায় ২০০ জন শিশু সহ বৃদ্ধদের হাতে খাবার তুলে দিতে পেরেছি আমরা।" পড়ুয়াদের এমন উদ্যোগে খুশি এলাকার সাধারন মানুষ।