আকাশ ছুঁলো হিজাব, বোরখা, পাগড়ির দাম; বিপাকে আফগানবাসীরা

The-price-of-hijab-burqa-turban-touches-the-sky-Afghans-in-distress


অম্লিতা দাস : হিজাব, বোরখা, পাগড়ি সমস্তর দাম আকাশ ছুঁলো আফগানিস্তানে। সমস্যায় পড়েছে আফগানবাসীরা। দশগুণ বেশি দামে কিনতে হচ্ছে হিজাব। আশঙ্কায় আফগান মহিলারা। প্রথম দফায় তালিবানি ফতোয়া ছিল, শরীর পুরোপুরি না ঢেকে মহিলারা বাড়ির বাইরে যেতে পারবেন না। স্কুল যাওয়াও নিষিদ্ধ ছিল তাঁদের। কাবুলের দখল নিয়েছে তালিবান তাই এবার আশঙ্কায় মহিলারা।

সেপ্টেম্বরেই কমতে চলেছে মদের দাম

এক আফগান মহিলা জানিয়েছেন, বাড়িতে সদস্যের তুলনায় হিজাব সংখ্যা কম। দোকানও সব বন্ধ। দোকান খুললেও প্রায় দশগুণ বেশি দাম দিয়ে হিজাব কিনতে হচ্ছে। বাধ্য হয়ে ঘরের বিছানার চাদর কেটে হিজাব তৈরি করার সিদ্ধান্ত নিচ্ছেন তাঁরা। তালিবানেরা মহিলাদের বাইরের কাজকর্ম করতে বাধা না দেওয়ার আশ্বাস দিলেও তাদের মুখের কথায় নিশ্চিত হতে পারছেননা কেউই।


তালিবানি ফতোয়ায় পুরুষদের পাগড়ি পড়া বাধ্যতামূলক ছিল। নয়া ফতোয়ার জন্য আর দেরি করে নয়। আফগানে হল্লা পড়েছে পাগড়ির কেনাকাটায়ও। তালিবানের মুখের কথায় কোনো আফগানবাসী নিশ্চিন্তে থাকতে পারছেননা। একাধিক আশঙ্কায় দিন কাটছে তাদের।

The-price-of-hijab-burqa-turban-touches-the-sky-Afghans-in-distress

The-price-of-hijab-burqa-turban-touches-the-sky-Afghans-in-distress

The-price-of-hijab-burqa-turban-touches-the-sky-Afghans-in-distress

The-price-of-hijab-burqa-turban-touches-the-sky-Afghans-in-distress

The-price-of-hijab-burqa-turban-touches-the-sky-Afghans-in-distress

The-price-of-hijab-burqa-turban-touches-the-sky-Afghans-in-distress


Post a Comment

Previous Post Next Post