ঈশিতা সাহা, কলকাতা : রবিবার স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী রাজ্যে এক দিনে কোভিডে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭০১ জন। ফলে আশঙ্কায় রয়েছে রাজ্যের সাতটি জেলা। এই মুহূর্তে আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ১৩ জনের। চলতি সপ্তাহ গুলির মধ্যে আক্রান্তের সংখ্যা উদ্বিগ্নতা সৃষ্টি করেছে স্বাস্থ্য মহলে।
৫ টাকার পাঠশালা
এদিকে সংক্রমণ সংখ্যা তুঙ্গে উঠেছে উত্তর ২৪ পরগনা এবং নদীয়ায়। রবিবার স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে একদিনে করোণায় মৃত্যু ১৩ জনের। উত্তর ২৪ পরগনা ও নদিয়া জেলায় মৃত্যু হয়েছে তিনজনের। ইতিমধ্যে হাওড়ায় ২ জন, দুই মেদিনীপুর, বর্ধমান ও কলকাতায় ১ জন করে প্রাণ হারিয়েছেন। তবে বর্তমানে মৃত্যু শূন্য তালিকায় রয়েছে দার্জিলিং ও জলপাইগুড়ি। দার্জিলিংয়ের একদিনে আক্রান্তের সংখ্যা ৬৪ জন।
বিশেষজ্ঞদের মতে, যত দ্রুত সম্ভব টিকাকরণের কাজটি শেষ করতে হবে। তবে এই সংক্রমণ সংখ্যা রুখতে পারা সম্ভব। বর্তমানে একদিনে রাজ্যের সুস্থতার হার ৯৮.০৯ শতাংশ। পরিস্থিতিকে দ্রুত নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যে কলকাতা পুরসভার পক্ষ থেকে ৮০ বছরের উর্ধ্বে শয্যাশায়ী বা অক্ষম বৃদ্ধ বৃদ্ধাদের বাড়িতে গিয়ে ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাস্থ্য ভবন সূত্রে, কোভিড জয়ীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। বাংলায় বর্তমানে করোনা জয়ী সংখ্যা ১৪,৯৯,৫৯৭ জন।