অম্লিতা দাস : মহরম ও ডব্লিউবিসিএস পরীক্ষার দিন চলবে অতিরিক্ত মেট্রো, জানালেন রেল কতৃপক্ষ। বুধবার এমন বিবৃতি প্ৰকাশ করলেন কতৃপক্ষ। মহরম অর্থাৎ শুক্রবার চলবে ১৭২টি মেট্রো। অপরদিকে ডব্লিউবিসিএস পরীক্ষার্থীদের জন্য আগামী রবিবার ১১২টি মেট্রো চলানো হবে। শুক্রবার অর্থাৎ মহরমের দিন সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত কবি সুভাষ থেকে দক্ষিনেশ্বর পর্যন্ত চলবে ১৬৫টি ট্রেন। সারাদিন আট মিনিটের ব্যবধানে চলবে মেট্রো।
আফগানিস্তানে আটকে গোপালনগরের চারজন; উৎকণ্ঠায় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পরিবার
অপরদিকে রবিবার পরীক্ষার দিনেই একই স্টেশনের মধ্যেই চলবে ১১১টি ট্রেন। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে মেট্রো। পরীক্ষার্থীদের সঙ্গে থাকা অ্যাডমিট কার্ড, আইডেন্টিটি কার্ড অবশ্যই দেখতে হবে। রবিবার জরুরী পরিষেবা যুক্ত কর্মী ছাড়া পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা মেট্রোয় উঠতে পারবেন।
পিজিতে অপারেশনে বাদ গেল শিশুর লেজ
রবিবারের সাথে সাথেই শনিবারও মেট্রোর সংখ্যা বাড়ানো হয়েছে। দুটি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান ও প্রথম ট্রেন ও শেষ ট্রেনের সময় একই রাখা হচ্ছে। অন্যান্য শনিবারের মত ১০৪টি ট্রেনের বদলে আগামী শনিবার ১৭২টি ট্রেন চালানো হবে।
রবিবারের সাথে সাথেই শনিবারও মেট্রোর সংখ্যা বাড়ানো হয়েছে। দুটি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান ও প্রথম ট্রেন ও শেষ ট্রেনের সময় একই রাখা হচ্ছে। অন্যান্য শনিবারের মত ১০৪টি ট্রেনের বদলে আগামী শনিবার ১৭২টি ট্রেন চালানো হবে।