প্রয়াত বিশিষ্ট সাহিত্যিক বুদ্ধদেব গুহ

The-late-eminent-literary-Buddhadev-Guha


সার্বভৌম সমাচার : প্রয়াত সাহিত্যিক বুদ্ধদেব গুহ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। দক্ষিণ কলকাতার বেলভিউ হাসপাতালে গত ৩১ জুলাই থেকে চিকিৎসাধীন ছিলেন তিনি। রবিবার হৃদরোগে আক্রান্ত হয়ে রাত সাড়ে ১১টা নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। 

জানা গেছে, চলতি বছরের এপ্রিল মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন সাহিত্যিক বুদ্ধদেব বাবু। তখনও তাঁকে ভর্তি হতে হয় হাসপাতালে। তারপর প্রায় ৩৩ দিন লড়াইয়ের পর করোনা মুক্ত হয়ে বাড়ি ফেরেন সাহিত্যিক। 

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এর সম্বর্ধনা ঘিরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব

হাসপাতাল সূত্রে জানা গেছে, শ্বাসকষ্ট জনিত সমস্যার পাশাপাশি সাহিত্যিকের সংক্রমণ ধরা পড়েছিল  মূত্রনালীতে। এছাড়াও তাঁর লিভার এবং কিডনিতেও সমস্যা ধরা পরেছিল। 

আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে মর্যাদা পেতে চলেছে কক্সবাজার

সাহিত্য জগৎ এ সমকালীন বাংলা সাহিত্যে নিজের জায়গা গড়ে নিয়েছিলেন সাহিত্যিক বুদ্ধদেব গুহ। তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ হল, ‘জঙ্গল মহল’-এর পর থেকে ‘মাধুকরী’, ‘কোজাগর’, ‘অববাহিকা’, ‘বাবলি’— একের পর এক উপন্যাস পাঠকদের উপহার দিয়েছেন। তাঁর কিশোর সাহিত্যেও ছিল অবাধ বিচরণ। তাঁর সৃষ্ট ‘ঋজুদা’ বা ‘ঋভু’র মতো চরিত্র কিশোর-কিশোরীর মনকে আকৃষ্ট করে রেখেছে।

Post a Comment

Previous Post Next Post