সমীর দাস, পূর্ব বর্ধমান : পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে মাননীয়া মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় করোনার তৃতীয় ঢেউকে প্রতিহত করতে ০ থেকে ১২ বৎসর বয়স্ক শিশুর মায়েদের কোভিড ভ্যাকসিন প্রদান শিবির আয়োজিত হল সগড়াই গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে। মূলত পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের প্রদত্ত তালিকা অনুসারে উপভোক্তাদের এই কোভিড ভ্যাকসিন প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়।
টোকিও অলিম্পিকে সোনার ছেলের সোনা জয়
এদিন ভ্যাকসিন প্রদান শিবিরে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান শুভেন্দু পাল, রাধাকান্ত মন্ডল, জেলা পরিষদ সদস্য তথা বিশিষ্ট সমাজসেবী বিশ্বনাথ রায় সহ অন্যান্য অনেকে।এদিন বিশিষ্ট সমাজসেবী বিশ্বনাথ রায় বলেন, "যদিও কেন্দ্রীয় সরকারের তরফে কোন সহযোগিতা আমরা পাচ্ছি না, তবুও মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের তথা সাধারণ মানুষের পাশে আছেন বলেই আমরা ভ্যাকসিনেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারছি।
কোভিডের তৃতীয় ঢেউ নিয়ে উদ্বেগের শেষ নেই, কিন্তু উদ্বেগ বাড়িয়ে তো কিছু হবে না বরং যত শীঘ্র সম্ভব ভ্যাকসিনেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে তবেই করোনার তৃতীয় ঢেউ মোকাবিলা করতে অনেকটাই কষ্ট কম হবে।"
Tags:
জেলা