অম্লিতা দাস : বদলেছে শিক্ষা সংসদ আর উচ্চমাধ্যমিকের নব নিযুক্ত সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের আগমনেই বদলাতে চলেছে পরীক্ষার রূপ। পরবর্তী বছরের উচ্চমাধ্যমিক বাতিল হলে কিভাবে নির্ধারণ করা হবে পরীক্ষার্থীদের ফলাফল? উচ্চমাধ্যমিক পরীক্ষার নিয়মে আসতে চলেছে একাধিক বদল।
ভারতকে সঙ্গীদল করতে চায় তালিবান
সংসদ চিরঞ্জীব ভট্টাচার্য জানান, একবারে ছাত্রছাত্রীদের মূল্যায়ন না করে পর্যায়ক্রমে পরীক্ষা নেওয়া যেতে পারে। তাতে আসল মেধা তুলে ধরা সহজ হবে। তবে তা এখনই করা হচ্ছেনা। দেশের আধুনিক শিক্ষা মাধ্যমগুলির দিকে নজর রেখে সঠিক উপায় বেছে নিতে হবে। উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে অন্যান্য বোর্ড অর্থাৎ সিবিএসসি, আইসিএসসি নতুন ভাবনা ভেবেছেন। সর্বভারতীয় সংসদ দ্বাদশ শ্রেণীর পরীক্ষাকে ছয় মাস অন্তর করে ভাগ করেছেন।
জরিমানা ভরতে ছেলের পিগি ব্যাংক নিয়ে থানায় হাজির বাবা; শেষে পুলিশ আধিকারিক নিজেই দিলেন জরিমানার টাকা
আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাতে চান চিরঞ্জীববাবু। তিনি বলেন ২০২২ এর পরীক্ষার জন্য স্বল্পমেয়াদি ও সাথেই এক দীর্ঘমেয়াদি পরিকল্পনা রাখতে হবে। পরবর্তী পরীক্ষাগুলিতে সঠিকভাবে মেধার পরীক্ষণ করার জন্য সঠিক উপায় বেছে নেওয়াই লক্ষ্য তাঁর।