রিয়া গিরি : খাকি পোশাক পরিহিত হাতে শক্ত লাঠি নিয়ে রাগী চেহারার মানুষের যে একটা নরম হৃদয় আছে তা প্রমাণ করে দিলেন সিতাবুলদি ট্রাফিক জোনের সিনিয়র পুলিশ ইন্সপেক্টর অজয় মালভিয়া। আজ দীর্ঘ বছর ধরে তিনি পুলিশের চাকরি করছেন। অনেকেই তাঁকে ভয় করেন। কিন্তু পুলিশের চাকরি করলেও তার যে একটা সুন্দর মন রয়েছে তা প্রমাণ করে দিলেন তিনি।
যেখানে যুদ্ধ লড়তে অনিচ্ছুক আফগান সেনারা, সেখানে মার্কিন সেনারা প্রাণ দেবেনা, বার্তা জো বাইডেনের
সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করলো নাগপুর থানার সিটি পুলিশ। ঘটনাটি হল,নো পার্কিং জোনে অটো দাড় করানোর জন্য গত 8 ই আগস্ট রোহিত নামের এক অটোআলাকে 2000 টাকা জরিমানা চালান কেটে দেয় ট্রাফিক পুলিশ। কিন্তু রোহিতের দারিদ্রতা সঙ্গে লড়াই করে 2000 টাকা ফাইন দেওয়ার মত সাধ্য ছিল না তার। অনেক ভেবেচিন্তে সে নিজের ছেলের জমানো পিগি ব্যাংক এর টাকা নিয়ে এসে হাজির হয় থানায়।
म्हणाला. तेंव्हा वाहतूक विभागाचे वपोनी अजयकुमार मालवीय यांनी त्याचा चालानचा दंड स्वतः भरून त्याच्या लहान मुलाचे गुल्लक मधून काढलेले संपूर्ण पैसे परत केले.सदरचे कुटुंब साश्रुनयनांनी ऑटो सह घरी आनंदात गेले.(2/2) pic.twitter.com/iz2LB2oo0j
— Nagpur City Police (@NagpurPolice) August 13, 2021