ঈশিতা সাহা: ভক্তদের চাহিদা ও কোভিডের বিধিনিষেধ মেনে আজ ১৮ আগস্ট বুধবার সকাল থেকে খুলে গেল বেলুড় মঠের দরজা। গত বছরে মহামারী সময় ২৪ মার্চ ২০২০ তে প্রথমবারের জন্য বেলুড় মঠের দরজা বন্ধ করা হয়েছিল। এরপর পরিস্থিতি সামাল এলে ফের দর্শনার্থীদের ভীড় জমতে থাকে।
কিন্তু কিছুদিনের মধ্যেই বেশকিছু সন্ন্যাসীদের শরীরে কোভিডের সংক্রমণ লক্ষ্য করা গিয়েছিল। ফলে দর্শন বন্ধ করার সিদ্ধান্ত নেয় বেলুড় মঠ। এরপর ২০২১- এর ২৪ জুলাই দোল পূর্ণিমা রাতে একদিনের জন্য দর্শনার্থীদের প্রবেশের অনুমতি মেলে। আজ বুধবার সকাল থেকে করা বিধিনিষেধ মেনে নিয়মিতভাবে মন্দিরের দরজা খুলে দেওয়া হয়।
TMC পতাকা ধরলেই, কাটা হবে হাত, মাওবাদী পোস্টারে ফের আতঙ্ক ছড়ালো পুরুলিয়ায়
মন্দির দর্শন এর সময়সীমা সকাল ৮টা থেকে ১১ টা। ফের বিকাল ৪.৩০মি. থেকে ৫.৪৫মি. পর্যন্ত। তবে এবারে করোণা বিধিনিষেধে কোন ত্রুটি রাখতে চায় না মন্দির কমিটি। মঠ চত্বরে প্রবেশ করার জন্য দর্শনার্থীদের মাক্স পড়া আবশ্যক। এছাড়াও দেহের তাপমাত্রা পরীক্ষা, জীবাণুমুক্তকরণ করা ও দূরত্ব মেনে প্রবেশ করতে হবে।
দেশের সেরা বিশ্ববিদ্যালয় গুলির মধ্যে দ্বিতীয় স্থানে কলকাতা বিশ্ববিদ্যালয়; বাকি স্থানে কারা?
প্রবেশ এর পূর্বে ভক্ত ও দর্শনার্থী উভয়ের ক্ষেত্রেই কোভিড ভ্যাকসিনের দুটি ডোজের শংসাপত্র জমা দিতে হবে। এক্ষেত্রে নেগেটিভ শংসাপত্র না থাকলে মঠে প্রবেশ করা যাবে না। মন্দিরের ভিতরে সন্ন্যাসীদের পা ছুয়ে প্রণাম ও ভিড় জমিয়ে দর্শনও নিষিদ্ধ করা হয়েছে। কড়া বিধিনিষেধ মেনে হলেও ভক্ত ও সন্ন্যাসী উভয়ই এই সিদ্ধান্তে খুশি।