অম্লিতা দাস : মঙ্গলবার দেশের দৈনিক সংক্রমণ তুলনামূলক ভাবে কমলেও বুধবারে আবার দেখা যাচ্ছে সংক্রমণের ঢেউ। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৩৫৩ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২০ লক্ষ ৩৬ হাজার ৫১১ জন।
সংক্রমণের সাথেই বেড়েছে মৃত্যুসংখ্যা। দেশে ২৪ ঘন্টায় দৈনিক মৃত্যুসংখ্যা ৪৯৭জন। করোনার ফলে মোট মৃত্যুসংখ্যা ৪ লক্ষ ২৯ হাজার ১৭৯। গত ২৪ ঘণ্টায় বেড়েছে দৈনিক সংক্রমণ তবে এই দৈনিক সংক্রমণ বাড়লেও একইসাথে কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। মঙ্গলবারই সক্রিয় রোগীর সংখ্যা ৪ লক্ষের নীচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় তা কমেছে দু’হাজারেরও বেশি। দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা ৩ লক্ষ ৮৬ হাজার ৩৫১।
দেশের বেশ কিছু রাজ্য দিব্যি বেড়ে চলেছে সংক্রমণ। কেরলে গত ২৪ ঘন্টায় সংক্রমণ ছুঁয়েছে ২১ হাজারেরও বেশি। মহারাষ্ট্রে সেই সংখ্যা ছাড়িয়েছে ৫ হাজার। অন্যান্য রাজ্যের সংক্রমণ সংখ্যা তামিলনাড়ু (১,৮৯৩), অন্ধ্রপ্রদেশ (১,৪৬১), কর্নাটক (১,৩৩৮), ওড়িশা (১,০৪১) এবং অসম (৯২৯)। উক্ত রাজ্যগুলির সংক্রমণ হাজারের বেশি বা প্রায় হাজার হলেও দেশের বাকি রাজ্যে করোনা সংক্রমণ হাজারের নীচেই আছে।
Tags:
দেশ ও বিদেশ